টোকিয়োও পোপ ফ্রান্সিস। শনিবার। এএফপি
পরমাণু কর্মসূচি বিরোধী প্রচারে শনিবার জাপানে পা রাখলেন পোপ ফ্রান্সিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে মার্কিন পরমাণু বোমা আছড়ে পড়েছিল জাপানি শহর হিরোশিমা, নাগাসাকিতে। প্রাণ হারান প্রায় ৮০ হাজার মানুষ। সেই ক্ষত এখনও বইছে জাপান। পরমাণু অস্ত্র-বিরোধী প্রচারে তাই জাপানে আসার ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন বছর বিরাশির পোপ ফ্রান্সিস। তাইল্যান্ডে ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিয়ে শনিবার তিনি যখন টোকিয়ো বিমানবন্দরে নামলেন, প্রবল বৃষ্টির সঙ্গে তখন ঝোড়ো বাতাস বইছে। পোপ জানালেন, হিরোশিমা-নাগাসাকি থেকেই চার দিনের জাপান সফর শুরু করতে চান তিনি।