Bangladesh

Bangladesh: বাংলাদেশে অশান্তির ঘটনায় ঢাকাতেই ৪ হাজার জনের বিরুদ্ধে মামলা, কুমিল্লায় গ্রেফতার ৪০

এ ছাড়া চট্টগ্রামে ৫০০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কুমিল্লায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৯:৫২
Share:

ফাইল চিত্র

বাংলাদেশের ঘটনায় ঢাকাতেই প্রায় চার হাজার জনের বিরুদ্ধে মামলা রুজু করল পল্টন, রমনা ও চকবাজার থানার পুলিশ। সকলের বিরুদ্ধেই তিনটি আলাদা আলাদা ধারায় অভিযোগ এনেছে পুলিশ।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকায় শুক্রবার অশান্তির কারণে যে অভিযোগগুলি করা হয়েছে, তাতে মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে চার হাজার জনকে। রমনা থানাতেও অসংখ্য অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়াও চট্টগ্রামে ৫০০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কুমিল্লায় ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বাংলাদেশে অশান্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কড়া অবস্থান গ্রহণের কথা ঘোষণা করেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার কথাও বলেছিলেন তিনি। তৎপর পুলিশও। ২২টি জেলায় আলাদা আলাদা ভাবে সেনা মোতায়েন করা হয়েছে দাবি করেছে সে দেশের প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement