India-Nigeria

নাইজিরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কে জোর মোদীর সফরে

নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। দু’দেশ সই করেছে সাংস্কৃতিক সহযোগিতা-সহ তিনটি চুক্তিপত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৮:২০
Share:

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সতেরো বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে নাইজিরিয়া সফরে গিয়ে সে দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ককে জোরদার করার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে তাঁর। দু’দেশ সই করেছে সাংস্কৃতিক সহযোগিতা-সহ তিনটি চুক্তিপত্রে। বিশ্বের উন্নয়নশীল ও গরিব দেশগুলির (গ্লোবাল সাউথ) আশা আকাঙ্ক্ষাকে সফল করার জন্য যৌথ ভাবে কাজ করাকে অগ্রাধিকার দিয়েছেন মোদী ও তিনুবু। কৃষিক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা, পকেটসই ওষুধপত্র, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে ভারতের পারদর্শিতার মতো বিষয়গুলি নাইজিরিয়ার সঙ্গে ভাগ করে নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। দ্বিপাক্ষিক আলোচনায় স্থির হয়েছে, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় অপরাধের ক্ষেত্রে এক সঙ্গে লড়াই করা হবে।

Advertisement

আজকের শীর্ষ বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী তাঁর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, ‘আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রতিরক্ষা, শক্তি, প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্য শিক্ষা- সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও অনেক বাড়ানোর সুযোগ রয়েছে।’ তাঁর কথায়, ‘নাইজিরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ককে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমি বিশ্বাস করি, আজকের এই আলোচনার পর আমাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হল।’ প্রায় ৬০ হাজার ভারতীয় সম্প্রদায়ের বসবাস নাইজিরিয়ায়। মোদী একে ভারত- নাইজিরিয়া সম্পর্কের বড় স্তম্ভ হিসেবে বর্ণনা করে ভারতীয় বংশোদ্ভূতদের কল্যাণের দিকে নজরের জন্য তিনুবুকে ধন্যবাদ জানিয়েছেন। গত মাসে আফ্রিকার এই দেশে বন্যার জন্য ভারত ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মোদী এবং তিনুবু চলতি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন প্রকল্পগুলি কী অবস্থায় রয়েছে, তা নিজেদের মধ্যে ঝালিয়ে নিয়েছেন। কী ভাবে কৌশলগত সম্পর্ক আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেছেন। বিশেষ ভাবে কথা হয়েছে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে।

আজ নাইজিরিয়ায় বিশেষ সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার’ (জিকন) সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে। কুইন এলিজাবেথের পর বিদেশি হিসেবে নরেন্দ্র মোদীই প্রথম এই সম্মান পেলেন। ১৯৬৯ সালে এলিজাবেথকে এই সম্মান দেওয়া হয়। রবিবারই সে দেশের রাজধানী শহর আবুজায় পৌঁছন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট তিনুবু। সে দেশের ভারতীয়রাও উপস্থিত হন বিমানবন্দরে। ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সফরে নাইজিরিয়ার পাশাপাশি ব্রাজিল ও গায়ানায়ও যাবেন। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি-২০ লিডার্স সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement