Sudan clash

সুদানের ভারতীয়দের ফেরাতে বৈঠক মোদীর

ইদের মরসুমে সুদানের রাজধানী খার্তুমে তিন দিনের অস্ত্রসংবরণের আর্জি জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। কিন্তু আজ সারা দিন শহর জুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ০৮:১২
Share:

সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বোচ্চ স্তরের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সর্বোচ্চ স্তরের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সুদানে ভারতের রাষ্ট্রদূত রবীন্দ্রপ্রসাদ জয়সওয়াল, বায়ু সেনা প্রধান এয়ার মার্শাল বিবেক রাম চৌধরি, নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার এবং বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি, ভারতীয়দের দ্রুত সুদান থেকে সরিয়ে ফেলার উপরে জোর দেওয়া হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী সমস্ত সংশ্লিষ্ট কর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, সুদানের উন্নয়ন পর্যবেক্ষণ করতে, সুদানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ক্রমাগত মূল্যায়ন করতে ও তাঁদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বলেছেন।” সুদানে যে ভাবে দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে, সেই প্রেক্ষিতে ভারতীয়দের আকস্মিক ভাবে সরিয়ে আনার জন্য পরিকল্পনার নির্দেশও দিয়েছেন মোদী। সুদানের প্রতিবেশি দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার উপরে জোর দেন তিনি। সুদানে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই মুহূর্তে সুদানে প্রায় তিন হাজারের বেশি ভারতীয়ের বসবাস। গত সপ্তাহে দু’পক্ষের গুলির লড়াইয়ে এক ভারতীয়ের মৃত্যু হয়েছিল। আজ বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেছেন।

Advertisement

এ দিকে সংবাদ সংস্থার খবর, ইদের মরসুমে সুদানের রাজধানী খার্তুমে তিন দিনের অস্ত্রসংবরণের আর্জি জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। কিন্তু আজ সারা দিন শহর জুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। যা থেকে স্পষ্ট, অস্ত্রসংবরণ মানতে রাজি নয় কোনও পক্ষই। এল-ওবেদে শহরে গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন রাষ্ট্রপুঞ্জেরই এক কর্মী। গত কয়েক দিনের হিংসায় মোট নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, জখম সাড়ে তিন হাজারেরও বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement