ঘটনাস্থলে দমকল বাহিনী। ছবি পিটিআই।
কাবুলে কার্তে পারওয়ান গুরুদ্বারে ‘জঙ্গি হামলার’ তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করে ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
শনিবার সকালে কার্তে পারওয়ান এলাকায় দশমেশ সাহিবজি গুরুদ্বারে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই সঙ্গে গুরুদ্বারের ভেতর থেকে গুলির শব্দ ভেসে আসে। সূত্রের খবর, সেই সময় গুরুদ্বারের ভিতরে অন্তত ৩০ জন ভক্ত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় ১ জন মারা গিয়েছেন।
তালিবান নিয়ন্ত্রিত কাবুল পুলিশের ধারণা, এই ঘটনার পিছনে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা রয়েছে।
বিস্ফোরণের খবর পাওয়ার পর ভারতের বিদেশমন্ত্রী টুইট করেন, ‘নিন্দনীয় ঘটনা। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। শিখ সম্প্রদায়ের সুরক্ষাই আমাদের প্রধান চিন্তার কারণ।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।