এই সেই ছবি।
তাজ মহল চত্বরে বাঁধানো পুকুরের সামনে বিখ্যাত শ্বেতপাথরের বেঞ্চিতে পা ছড়িয়ে আধশোয়া হয়ে আছেন পঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। পাশে ‘বসা’ ঝকঝকে সুন্দরীর প্রায় কোলে উঠে গিয়েছে বাঁ পা। টুইটারে ছবি পোস্ট করে ইংরেজি আর ‘রোমান পঞ্জাবি’ মিশিয়ে দিলজিৎ ক্যাপশনে লিখেছেন, ‘‘আমি আর ইভাঙ্কা। ‘তাজ মহল নিয়ে চলো, তাজ মহল নিয়ে চলো’ করে মাথা খেয়ে ফেলল। নিয়ে গেলাম, কী আর করি!’
ছবি দেখে বুঝতে অসুবিধে হয় না, ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট-কন্যার তাজ-দর্শনের ছবি ফটোশপ করেই নিজেকে বসিয়েছেন দিলজিৎ। এ-ও সন্দেহ নেই, মজা করতেই কাণ্ডটা ঘটিয়েছেন তিনি। কিন্তু ঘণ্টা চারেক পরে সেই মজায় যোগ দিলেন ইভাঙ্কা স্বয়ং! তিনি পাল্টা লিখলেন, ‘‘আমাকে তাজ মহল দেখাতে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ দিলজিৎ। এই অভিজ্ঞতা কোনও দিন ভুলব না।’’
চমকের আরও বাকি ছিল। ইন্টারনেটে ছড়ানো আরও তিনটে ছবি ফটোশপ-করা ছবি টুইট করলেন ইভাঙ্কা নিজেই। কোনওটায় তিনি এক যুবকের সাইকেলের ক্যারিয়ারে, কোনওটায় তাজের সামনের বেঞ্চে এক কিশোরের পাশে, কোনওটায় আবার তাজের সামনে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর ভয়ঙ্কর সর্দার খান (মনোজ বাজপেয়ী) তাঁর দিকে চেয়ে। ইভাঙ্কা ক্যাপশন দিলেন, ‘‘ভারতীয়দের আন্তরিকতার
তারিফ করি। আমার অনেক নতুন বন্ধু হয়েছে।’’
তত ক্ষণে এসে গিয়েছে দিলজিতের উত্তরও। লিখেছেন, ‘‘ও মাই গড! অতিথি দেব ভব। ধন্যবাদ ইভাঙ্কা। আমি সবাইকে বোঝাতে চেষ্টা করছি, এটা ফটোশপ করা ছবি নয়! জলদি দেখা হবে। লুধিয়ানায়। পাক্কা!’’