Narendra Modi

প্রধানমন্ত্রীর ‘বিশ্বগুরু’ ভাবমূর্তিতে ধাক্কা: সমীক্ষা

আমেরিকা গিয়ে মোদী বার বার মানুষের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করেছেন গত ন’বছরে। ‘আগলে বার ট্রাম্প সরকার’ স্লোগানও দিয়েছেন। তবে তা সীমিত থেকেছে অনাবাসী ভারতীয়দের মধ্যেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪৯
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

জি২০ শীর্ষ সম্মেলনের আর এক সপ্তাহ বাকি। তার আগে সামান্য হলেও ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে তৈরি হওয়া ‘বিশ্বগুরু’ ভাবমূর্তি। ওয়াশিংটনের গবেষণা সংস্থা ‘পিউ রিসার্চ’-এর সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে এ সপ্তাহে। সেখানে বলা হচ্ছে, ভারতীয়দের মধ্যে মোদীর আন্তর্জাতিক ভাবমূর্তি শীর্ষে থাকলেও আন্তর্জাতিক মহলে তা নেই। বিশেষত আমেরিকা এবং ইউরোপে ভারতের প্রধানমন্ত্রীর নামটুকুও শোনেননি এমন নাগরিকের সংখ্যা প্রচুর।

Advertisement

আমেরিকা গিয়ে মোদী বার বার মানুষের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করেছেন গত ন’বছরে। ‘আগলে বার ট্রাম্প সরকার’ স্লোগানও দিয়েছেন। তবে তা সীমিত থেকেছে অনাবাসী ভারতীয়দের মধ্যেই। সমীক্ষাটিতে বলা হচ্ছে, আমেরিকার জনসংখ্যার ৪০ শতাংশ নরেন্দ্র মোদীর নামও শোনেননি।

ইউরোপের পরিস্থিতি আরও খারাপ। সমীক্ষা অনুযায়ী, ২০০৮ সালে ফ্রান্সের ৭০ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ভাল ধারণা পোষণ করতেন। মোদী জমানায় সেটাই কমে হয়েছে ৩৯ শতাংশ। উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ২৪টি দেশের মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement