দৈনন্দিন জীবনে পেট্রল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রমশ তা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। পেট্রলের দাম ক্রমশ বেড়েই চলেছে ভারতে।
৩ জুন, বৃহস্পতিবার কলকাতায় পেট্রলের দাম ৯৪.৫০ টাকা। যেখানে মুম্বই আবার ১০০-র গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে ১০০.৭২ টাকায়।
এই অবস্থায় বিশ্বের কয়েকটি দেশের বড় শহরগুলিতে জ্বালানির দাম কত দেখে নিন। প্রতিটি তথ্য ৩ জুন এই প্রতিবেদন লেখার সময়ের।
ভারতের অন্যান্য বড় শহরগুলির মধ্যে দিল্লিতে পেট্রলের দাম ৯৪.৪৯ টাকা। চেন্নাইয়ে ৯৫.৯৯ টাকা এবং বেঙ্গালুরুতে ৯৭.৬৪ টাকা।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর ক্যানবেরা। এটি অস্ট্রেলিয়ার রাজধানীও। বৃহস্পতিবার ক্যানবেরা শহরে পেট্রলের দাম ৭৭.৯০ টাকা।
আমেরিকার নিউ ইয়র্ক শহরে পেট্রলের দাম আবার মুম্বইয়ের অর্ধেক। মুম্বইতে যেখানে ১০০ পেরিয়ে গিয়েছে, নিউ ইয়র্কের বাসিন্দারা সেখানে লিটার প্রতি পেট্রলের জন্য মাত্র ৫৭ টাকা খরচ করেন।
পাকিস্তানের ইসলামাবাদ সেখানে মুম্বইকেও গোল দিয়ে দিয়েছে। ৩ জুনের তথ্য অনুযায়ী ইসলামাবাদে লিটার পিছু পেট্রলের দাম ১০৮ টাকার কিছু বেশি।
মুম্বই, ইসলামাবাদকে ছাপিয়ে গিয়েছে লন্ডন। গত ১০ বছরের মধ্যে সেখানে সবচেয়ে দামি হয়ে গিয়েছে জ্বালানি। ৩ জুন লন্ডনের পেট্রল মূল্য প্রতি লিটারে ১২০ টাকা।
ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি এবং তার ফলে অর্থনৈতিক সঙ্কটের ছবি সারা বিশ্ব দেখেছে। ভেনেজুয়েলার আয়ের ৯৭ শতাংশই আসে তেল রফতানি থেকে। কিন্তু সেখানে তেলের দামে ধস নামে। ফলে প্রবল অর্থনৈতিক টালমাটালের মুখে দাঁড়িয়ে সেই দেশ। সেখানে লিটার পিছু পেট্রলের দাম মাত্র দেড় টাকা। বিশ্বে সবচেয়ে সস্তায় জ্বালানি পাওয়া যায় এখানেই।
ইরানের তেহরানেও যথেষ্ট সস্তা জ্বালানি। ৩ জুন তেহরানে পেট্রলের দাম প্রতি লিটারে সাড়ে ৪ টাকা।
মিশরের রাজধানী কায়রোর পেট্রল মূল্য লিটার পিছু ৪০ টাকার মতো।
নেপালের কাঠমাণ্ডুতে আবার পেট্রলের দাম এই প্রতিবেদন লেখার সময় লিটার পিছু ৭০ টাকার মতো।
তুলনায় জাপানের টোকিয়োয় পেট্রলের দাম অনেকটাই বেশি। সে দেশেও ১০০-র গণ্ডি ছুয়ে ফেলেছে পেট্রল।