New Covid Flirt Variants

‘ফ্লার্ট’-এর প্রকোপে মাস্ক ফিরল সিঙ্গাপুরে

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৫-১১ মে-র মধ্যে ফ্লার্ট সাব ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার ৯০০ হয়েছে। আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১৩ হাজার ৭০০।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ০৬:৫৩
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

ফিরছে মাস্ক। আরও উন্নতমানের করা হচ্ছে হাসপাতাল পরিকাঠামো। এক সপ্তাহে করোনার সাব ভেরিয়েন্ট ‘ফ্লার্ট’-এ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ায় সিঙ্গাপুরে এমন নানা পদক্ষেপ করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে অতিরিক্ত টিকাকরণেও।

Advertisement

সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৫-১১ মে-র মধ্যে ফ্লার্ট সাব ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার ৯০০ হয়েছে। আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১৩ হাজার ৭০০। অর্থাৎ, এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। হাসপাতালে ভর্তি অন্তত ২৫০ জন। আশঙ্কা, এই ভাবে যদি বাড়তে থাকে ফ্লার্টে আক্রান্তের সংখ্যা, তা হলে চাপ পড়বে স্বাস্থ্য পরিকাঠামোর উপরে, যা সামলে ওঠা কঠিন হবে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ, জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে। যাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, সেই ‘হাই রিস্ক গ্রুপ’-এর বাড়তি সতর্কতা প্রয়োজন। ষাটোর্ধ্ব কেউ যদি গত ১২ মাসে টিকার অতিরিক্ত ডোজ় না নিয়ে থাকেন, তা হলে তা দ্রুত নিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে মন্ত্রক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement