অ্যাডল্ফ হিটলার উনোনা
ভোটে জিতলেন হিটলার। আফ্রিকার দক্ষিণ প্রান্তের ছোট্ট দেশ নামিবিয়া। সেখানকার এক স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন অ্যাডল্ফ হিটলার উনোনা। তবে তাঁর জয় নয়, নাম নিয়েই চর্চা চলেছে দিনভর।
১৮৮৪ থেকে ১৯১৫ পর্যন্ত জার্মান উপনিবেশ ছিল নামিবিয়া। ইতিহাস বলে, সে সময়ে নামিবিয়ার হেরেরো ও নামা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল জার্মানরা। বিশ শতকের প্রথম গণহত্যা বলে উল্লেখ করা হয় সেই ঘটনাকে। তবু সাবেক এই উপনিবেশে শিশুদের নাম জার্মান নায়কদের নামে রাখার রেওয়াজ রয়েছেই।
তা বলে নাৎসি নেতা তথা গণহত্যাকারীর নামে নাম? জিজ্ঞাসা করলেই বেদম চটে যান ৫৪ বছর বয়সি উনোনা। বলেন, ‘‘আমার নাম হিটলার কেন, তা নিয়ে আলোচনা করলে কি নামিবিয়ার কোনও উন্নতি হবে? তার থেকে চলুন আমার দেশ নিয়ে কথা বলি। কী ভাবে এখানকার অবস্থার উন্নতি হতে পারে, তা নিয়ে ভাবনা-চিন্তা করি।’’
‘সোয়াপো’ দলের সদস্য উনোনা ওম্পুনইয়া কেন্দ্র থেকে জয়ী হয়ে স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একটি জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নাৎসি ভাবাদর্শে বিশ্বাস করেন না তিনি। তাঁর কথায়, ‘‘যখন ছোট ছিলাম, এই নামের ‘মাহাত্ম্য’ বুঝিনি। বড় হয়ে বুঝলাম, সারা পৃথিবীকে পায়ের তলায় আনতে চেয়েছিল লোকটা। খুবই ঘৃণ্য!’’ তা হলে নাম পাল্টে ফেললেন না কেন? উনোনার উত্তর, ‘‘সব সরকারি নথিতে নাম পাল্টানো খুব মুশকিলের ব্যাপার। তাই চেষ্টা করিনি। তবে সমর্থকেরা আমাকে অ্যাডল্ফ হিটলার নয়, অ্যাডল্ফ উনোনা নামেই ডাকে।’’