ওযআটার স্লাইড ভেঙে পড়ার দৃশ্য। ছবি সৌজন্য ইউটিউব।
আনন্দের পরিবেশ এক মুহূর্তে বদলে গেল আতঙ্কে। ইন্দোনেশিয়ার এক ওয়াটার পার্কে ওয়াটার স্লাইড আচমকাই মাঝখান থেকে ভেঙে গিয়ে ৩০ ফুট নীচে আছড়ে পড়লেন ১৬ জন। তাঁদের মধ্যে আট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিন জনের হাড় ভেঙে যায়। বাকিদের সামান্য চোট লাগে।
৭ মে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার কেনজেরান ওয়াটার পার্কে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে পাক খাওয়ানো ওয়াটার স্লাইডে তখন আনন্দে মাতোয়ারা লোকজন। আচমকাই স্লাইডের মাঝখান থেকে ভেঙে যায়। তার পরই দেখা যায় ওই স্লাইডের ভিতরে থাকা বেশ কয়েক জন একে অপরের ঘাড়ের উপর আছড়ে পড়ছেন।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, বহনক্ষমতার তুলনায় বেশি মানুষ স্লাইডে চেপেছিলেন। যে কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় পার্ক কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছে স্থানীয় প্রশাসন। পার্ক কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসার খরচ বহন করার নির্দেশ দিয়েছে তারা।