Russia

বৃদ্ধাশ্রমে আগুন লেগে পুড়ে ২০ জনের মৃত্যু রাশিয়ায়

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। কী ভাবে ওই আবাসনে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

রাশিয়া শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১০:১৭
Share:

দমকলকর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। প্রতীকী ছবি।

রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন লাগায় পুড়ে মারা গিয়েছেন ২০ জন। শুক্রবার মধ্যরাতে সাইবেরিয়ার কেমেরোভো শহরে এই ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা।

Advertisement

দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন এমন ভাবে ছড়িয়েছে যে, আবাসনের দ্বিতীয় তলা পুরোটাই পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কী ভাবে ওই আবাসনে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকল সূত্রের খবর, রাশিয়ায় বয়স্কদের জন্য এমন বহু আবাসন খুলে রাখা রয়েছে, যার কোনও উপযুক্ত নথিপত্র নেই।

Advertisement

কাগজে-কলমে ওই আবাসনগুলি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দেখানো হয়। এর ফলে সেগুলি বাস করার পক্ষে কতটা সুরক্ষিত, তা খতিয়ে দেখাও হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement