Whisky

তল্লাশির সময় ব্যাগ খুলে হুইস্কি খেয়ে নেন বিমানের কর্মীরা, ফাঁকা বোতল দেখিয়ে দাবি যাত্রীর

ওই যাত্রীর অভিযোগ, তল্লাশির সময় ওই বিমান সংস্থার কর্মীরাই বোতলের সিল কেটে হুইস্কি খেয়ে নিয়েছেন। এই বিষয়ে অভিযোগ জানিয়ে বিমান সংস্থাটিকে মেলও করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৬:০৯
Share:

যাত্রীর অভিযোগ, তল্লাশির সময় ব্যাগ খুলে হুইস্কি খেয়ে নেন বিমান সংস্থার কর্মীরা। ছবি: সংগৃহীত।

‘মহার্ঘ’ হুইস্কি নিয়ে বিমানে উঠেছিলেন যাত্রী। যে ব্যাগে হুইস্কিটি ছিল সেটি পরে খুলে ওই যাত্রী দেখেন, বোতলের সিলটা কাটা, এমনকি হুইস্কির বোতলের অর্ধেকটাই ফাঁকা! ওই যাত্রীর অভিযোগ, তল্লাশির সময় ওই বিমান সংস্থার কর্মীরাই বোতলের সিল কেটে হুইস্কি খেয়ে নিয়েছেন। এই বিষয়ে অভিযোগ জানিয়ে বিমান স‌ংস্থাটিকে ইমেলও করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছেন বিমান কর্তৃপক্ষ। বিমান সংস্থার কর্মীদের সরাসরি ‘চোর’ বলে নিজের রাগ উগরে দিয়েছেন ওই যাত্রী।

Advertisement

আমেরিকার বাসিন্দা ক্রিস্টোফার অ্যাম্বলার সে দেশেরই ইউনাইটেড এয়ারলাইন্সে চেপে গন্তব্যে যাচ্ছিলেন। নিয়মমতো বিমানে ওঠার আগে সব যাত্রীরই ব্যাগ তল্লাশি করা হয়। ক্রিস্টোফারেরও হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে তিনি দেখেন তাঁর সব জিনিস অক্ষত থাকলেও কেবল নতুন হুইস্কির বোতলটি অর্ধেক ফাঁকা! ‘ইন্ডিপেন্ডেন্ট’-এর খবর অনুযায়ী, ক্রিস্টোফারের ব্যাগে ছিল এমন একটি হুইস্কি, ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

Advertisement

ক্রিস্টোফার গোটা বিষয়টি জানিয়ে একটি টুইট করেন। এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে নানা মুনির নানা মত। কেউ কেউ লেখেন, “ক্রিস্টোফারই হুইস্কি খেয়ে নিয়ে বিমান সংস্থার কাছ থেকে আবার একটা হুইস্কির বোতল নেওয়ার জন্য নাটক করছেন।” কেউ আবার তাঁকে সমবেদনা জানিয়ে লেখেন, “বুঝতে পারছি আপনার কষ্টটা। কিন্তু সত্যিই কি এমনটা ঘটা সম্ভব?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement