Boris Johnson

Boris Johnson: বরিসের পার্টি: অনাস্থা প্রস্তাব আনতে চান দলীয় এমপিরা-ই

১০ ডাউনিং‌ স্ট্রিটের বিভিন্ন পার্টি নিয়ে তদন্ত করছেন শীর্ষ সরকারি আধিকারিক সু গ্রে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ০৭:০৬
Share:

বরিস জনসন। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন তাঁর নিজের দলেরই বেশ কয়েক জন এমপি। গত বছর কোভিড বিধি ভেঙে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে একাধিক পার্টির খবর প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতেই কনজ়ারভেটিভ পার্টির কয়েক জন এমপি-র এই সিদ্ধান্ত।

Advertisement

ব্রিটিশ আইন অনুসারে, ক্ষমতাসীন দলের অন্তত ১৫ শতাংশ এমপি যদি তাঁদের দলীয় নেতা (অর্থাৎ প্রধানমন্ত্রী)-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন, তা হলে তা পার্লামেন্টে আলোচনার জন্য গ্রাহ্য হবে। কত জন এমপি আপাতত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও জানা যায়নি।

১০ ডাউনিং‌ স্ট্রিটের বিভিন্ন পার্টি নিয়ে তদন্ত করছেন শীর্ষ সরকারি আধিকারিক সু গ্রে। আজ সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী এক সাংবাদিক বৈঠক করে জানান, তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। তবে কবে সেই তদন্ত শেষ হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বরিস। শুধু বলেছেন, ‘‘কী গতিতে, কী পদ্ধতিতে তদন্ত চলছে তা আমরা জানি না। আমরা তদন্তে কোনও রকম হস্তক্ষেপ করছি না। তবে শুধু এ-টুকু আপনাদের আশ্বাস দিতে পারি— তদন্ত শেষ হলে যখন সু গ্রে রিপোর্ট পেশ করবেন, আমি অসম্পাদিত রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরব।’’ আজ লেবার নেতা কের স্টায়মারও বলেছেন, ‘গ্রে-র রিপোর্ট প্রকাশ্যে আসার অপেক্ষায় রয়েছি আমরা সবাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement