প্যালেস্টাইনি পরিচালক হামদান বল্লাল। — ফাইল চিত্র।
অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর প্যালেস্টাইনি সহ-পরিচালক হামদান বল্লালের উপর হামলা চালাল একদল ইজ়রায়েলি। ইজ়রায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টাইনি গ্রাম সুসিয়ায় সোমবার হামলা করে একদল ইজ়রায়েলি। ওই সময়েই পরিচালককে মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পরে ইজ়রায়েলি বাহিনী হামদানকে তুলে নিয়ে যায় গ্রাম থেকে। তার পর থেকে পরিচালকের আর কোনও খোঁজ পাচ্ছেন না কেউ। সেনাও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারছে না।
১৯৬৭ সাল থেকে ওয়েস্ট ব্যাঙ্ক ইজ়রায়েলিদের দখলে রয়েছে। ওয়েস্ট ব্যাঙ্কের মাসাফের ইয়াত্তা এলাকায় সুসিয়া গ্রামটি অবস্থিত। এখানেই হামদানের বাড়ি। তাঁর সহ-পরিচালক বাসেল আদ্রা সংবাদমাধ্যম সিএনএনকে জানান, সোমবার হামদান তাঁকে ফোন করে সাহায্য চাইছিলেন। সেইমতো তিনি হামদানের বাড়ির কাছে পৌঁছোন। ওই সময়ে হামদানের বাড়ি ঘিরে ফেলেছিলেন একদল ইজ়রায়েলি। তাঁদের কেউ কেউ পাথরও ছুড়ছিলেন বলে অভিযোগ। বাসেল জানান, ঘটনার সময় বাড়ির সামনে ইজ়রায়েলি পুলিশ এবং সেনাও উপস্থিত ছিল। হামদানের বাড়ির কাছে পৌঁছে তিনি দেখেন, পরিচালক এবং অন্য এক জনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে হামদানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা স্পষ্ট জানাতে পারেননি বাসেল।
পরে সংবাদ সংস্থা এপি সূত্রে জানা যায়, ইজ়রায়েলি সেনা আটক করেছে প্যালেস্টাইনি পরিচালককে। এপির ওই প্রতিবেদনে এক সমাজকল্যাণ সংগঠনের সদস্যেরা দাবি করেছেন, হামদানের মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। একটি অ্যাম্বুল্যান্সে তাঁর চিকিৎসা চলছিল। ওই সময়েই সেনাকর্মীরা হামদান-সহ দু’জন প্যালেস্টাইনিকে আটক করে নিয়ে যায়। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য নেই ওই সংগঠনের কাছেও।
হামদানের অপর এক সহ-পরিচালক যুভল আব্রাহামও জানিয়েছেন, একটি অ্যাম্বুল্যান্সে পরিচালকের চিকিৎসা চলছিল। তাঁর মাথা এবং পেট থেকে রক্ত বেরোচ্ছিল। ওই সময়ে সেনাকর্মীরা অ্যাম্বুল্যান্সে প্রবেশ করেন এবং হামদানকে নিয়ে যান। তার পর থেকে হামদানের কোনও খোঁজ পাচ্ছেন না তিনিও। হামদানকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন আব্রাহাম।
হামদানকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করেছিল ইজ়রায়েলি সেনার সঙ্গেও। সেনার তরফেও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। সেনা জানিয়েছে, তারা ওই তথ্য যাচাই করে দেখছে। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এর আগেও হামদানকে হুমকি দিয়েছিলেন ইজ়রায়েলিরা।