pakistan

করোনাতে বিধ্বস্ত ভারত, গান গেয়ে পাশে দাঁড়ালেন পাকিস্তানি শিল্পীরা

‘দিল্লি-৬’ বলিউড ছবির ‘আরজিয়া’ গানটি গেয়েছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

করাচি শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৬:৩৯
Share:

গান গাইছেন পাকিস্তানের শিল্পীরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

পাকিস্তানের বাসিন্দা তাঁরা। পেশায় শিল্পী। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন ভারতের অবস্থা বেসামাল করেছে, তখন তাঁদের দেখা গেল গানের মাধ্যমে প্রার্থনা করতে। বাজনা বাজিয়ে বলিউড ছবির গান হৃদয় দিয়ে গিয়েছেন তাঁরা। সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতেই ওই শিল্পীদের প্রশংসায় মেতেছেন নেটাগরকিরা।

Advertisement

‘দিল্লি-৬’ বলিউড ছবির ‘আরজিয়া’ গানটি গেয়েছেন তাঁরা। ভিডিয়োতে হারমোনিয়াম বাজাতে দেখা গিয়েছে নৌমান আলিকে। গিটার বাজিয়েছেন জিশান আলি। নৌমান এবং জিশানের সঙ্গে ছিলেন তাঁদের বন্ধুরাও। ভিডিয়োটি আপলোড করে লেখা হয়েছে, ‘হসলা না হারো ইয়া ওয়াক্ত ভি টল জায়েগা, রাত জিতনি ঘনি হো ফির সবেরা আয়েগা’। অর্থাৎ ‘মনোবল হারিয়ো না, এই দুঃসময়ও কেটে যাবে। রাত যতই গভীর হোক সকাল হবেই’।

দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement