Pakistani Girl

Viral: স্মিত হাসি, সেই এক চাহনি! পাকিস্তানি কিশোরীর রান্না করার ভিডিয়ো ফের ভাইরাল

বাড়ির উঠোনে বসে তার রুটি তৈরি করার ভিডিয়ো নেটদুনিয়া মাতিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৩:৪৪
Share:

ভাইরাল হওয়া সেই পাকিস্তানি কিশোরী। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

আবারও সে এসেছে ফিরিয়া! সেই এক হাসি, এক চাহনি। যে হাসি আর চাহনি দিয়ে বেশ কয়েক মাস আগে নেটদুনিয়ায় হৃদয় জয় করে নিয়েছিল, লাস্যময়ী সেই পাকিস্তানি কিশোরী ফের ধরা দিল ক্যামেরায়।

এ বার আর রুটি তৈরির সময় নয়, রান্না করতে করতেই ক্যামেরার দিকে এক ঝলক তাকানো। আর সেই সঙ্গে মন জয় করে নেওয়া স্মিত হাসি ছড়িয়ে দিতে দেখা গেল তাকে।

Advertisement

কমলা রঙের দোপাট্টা আর কালো রঙের সালোয়ারে রান্না করছিল সে। যে হাসি দিয়ে নেটদুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিল, ঠিক একই ভাবে ধরা দিতে দেখা গেল তাকে।

নাম আমিনা রেয়াজ। বছর পনেরোর এই কিশোরী পাকিস্তানের সিন্ধ প্রদেশে যাযাবর সম্প্রদায়ের। বাড়ির উঠোনে বসে তার রুটি তৈরি করার ভিডিয়ো নেটদুনিয়া মাতিয়েছিল। আমিনার এই ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেছিল তারই প্রতিবেশী এক কিশোর। সেই ভিডিয়োই এখন ভাইরাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement