Coronavirus

শাহরুখের ছবির গানের সুরে করোনা নিয়ে সচেতনতার বার্তা পাকিস্তানে

এই অভিযানের অঙ্গ হিসাবে পাকিস্তানের এক আধিকারিকের গান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৭:৩৯
Share:

শাহরুখের ছবির গানে করোনা সচেতনতা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

বিশ্বে ত্রাস হয়ে উঠেছে নোভেল করোনা ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি চিকিৎসক ও বিভিন্ন দেশের সরকারি আধিকারিকরাও সামিল হয়েছেন সচেতনতা অভিযানে। এই অভিযানের অঙ্গ হিসাবে পাকিস্তানের এক আধিকারিকের গান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই গান নিয়েই এখন মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

পাকিস্তানের সরকারি ওই আধিকারিকের নাম নাভিদ শাহজাদ। তিনি হাফিজাবাদের ডেপুটি কমিশনার। করোনাভাইরাস নিয়ে সচেতনতার সেই গান তিনি গেয়েছেন শাহরুখ খান অভিনীত একটি ছবির গানের সুরে। ২০০৩-এ মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘চলতে চলতে’। সেই ছবির ‘শুনো না শুনো না’ গানের সুরেই সচেতনতার বার্তা দিয়েছেন শাহজাদ।

সেই গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পাকিস্তানি সাংবাদিক আনসার আব্বাসি। তার পরই শাহজাদের প্রশংসায় মেতেছেন নেটাগরিকরা। শাহজাদের গাওয়া গানের লাইন— ‘‘অউর গলে না মিলনা, না হাত মিলানা, বাস দূর সে সালাম করনা।’’ দেখুন সেই গানের ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: বজ্রপাতে ভীত সারমেয়কে শিশুর সান্ত্বনা মন গলাল নেটদুনিয়ার

আরও পড়ুন: করোনাভাইরাস চ্যালেঞ্জ নিয়ে বিমানের কমোড চাটলেন টিকটক স্টার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement