International News

পাক আকাশে ভারতীয় উড়ানে নিষেধাজ্ঞা উঠল, বালাকোট অভিযানের পর এই প্রথম

মঙ্গলবার সকালে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১০:২৬
Share:

—ফাইল চিত্র।

ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য স্বস্তির খবর। পাক আকাশসীমায় ভারতের সমস্ত অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল সে দেশের সরকার। ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পর থেকেই পাক আকাশসীমায় ভারতীয় বিমানের উড়ান আংশিক ভাবে নিষিদ্ধ করেছিল পাকিস্তান

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে লাভবান হবে এয়ার ইন্ডিয়া। পাক আকাশসীমা বন্ধ থাকায় সংস্থার বহু আন্তর্জাতিক উড়ান ঘুরপথে যাতায়াত করছিল। যার ফলে এয়ার ইন্ডিয়ার প্রায় ৪৯১ কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতির বোঝা বইতে হয়েছে।

পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘এ দিন ১২টা ৪১ মিনিট থেকে সমস্ত এয়ারলাইন্সই পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। শীঘ্রই ভারতের বিমান সংস্থাগুলিও পাক আকাশে তার স্বাভাবিক যাত্রাপথে বিমান চালনা করতে পারবে।’’

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ আসেনি, তবু ‘বিজয়ী’ বরণে তৈরি হচ্ছে নিউজ়িল্যান্ড

১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামায় পাক জঙ্গি হামলার জবাবে পাল্টা অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। ২৬ ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনা বিমান। তার পর থেকেই পাক আকাশসীমায় ভারতের বিমান সংস্থাগুলির উড়ানে আংশিক নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় উড়ানের জন্য সে দেশের ১১টি রুটের মধ্যে দক্ষিণাঞ্চলের মাত্র ২টি রুট খোলা রাখে পাক সরকার। এর পাল্টা হিসাবে ৩১ মার্চ ভারতীয় বায়ুসেনা ঘোষণা করে, বালাকোট অভিযানের পর ভারতীয় আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞায় সরিয়ে নেওয়া হল। তবে তাতে এ দেশের বিমান সংস্থাগুলির খুব বেশি সুবিধা হয়নি। তারা পাক আকাশপথে পুরোপুরি খোলার অপেক্ষায় ছিল। ফলে এ দিনের সিদ্ধান্তে সবচেয়ে সুবিধা হবে দেশের বিমান সংস্থাগুলির।

আরও পড়ুন: ট্রাম্পকে কড়া জবাব আলেকজ়ান্দ্রিয়াদের

পাক আকাশপথে উড়ান নিষিদ্ধ হওয়ার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয় এয়ার ইন্ডিয়া-সহ এ দেশের একাধিক বিমান সংস্থা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরি ৩ জুলাই রাজ্যসভায় ক্ষতির পরিসংখ্যান জানান। সেই তথ্য অনুযায়ী, ২ জুলাই পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ৪৯১ কোটি টাকায় দাঁড়ায়। অন্য দিকে, স্পাইসজেট, ইন্ডিগো এবং গোএয়ারের মতো বেসরকারি বিমান সংস্থাগুলি যথাক্রমে ৩০ কোটি ৭৩ লক্ষ টাকা, ২৫ কোটি ১ লক্ষ টাকা এবং ২ কোটি ১ লক্ষ টাকার ক্ষতি হয়।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement