Pakistan

পাকিস্তানকে দেখে ‘সমুদ্রের মতো’ মনে হচ্ছে, বন্যাদুর্গত এলাকা দেখে বললেন প্রধানমন্ত্রী শাহবাজ

বুধবারও বন্যায় সে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পাকিস্তানের বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ১,৩৪৩। এখনও পর্যন্ত সে দেশে প্রায় তিন কোটি মানুষ ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ২০:০০
Share:

বন্যায় বিধ্বস্ত পাকিস্তান ‘সমুদ্রের মতো’ হয়ে গিয়েছে, বলছেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার পাকিস্তানের বন্যাবিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করার পর আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি। জানালেন পাকিস্তানের একাংশকে ‘সমুদ্রের মতো’ মনে হচ্ছে।

Advertisement

বুধবারও বন্যায় সে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পাকিস্তানের বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ১,৩৪৩। ২২ কোটি জনসংখ্যার দেশে প্রায় তিন কোটি মানুষ ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় এখনও পর্যন্ত সে দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ ‌প্রায় এক হাজার কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ হাজার কোটি টাকা।

বুধবার বন্যাবিধ্বস্ত পাকিস্তানের সিন্ধ প্রদেশের দক্ষিণাঞ্চল পরিদর্শন করে শাহবাজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যতদূর চোখ যায় শুধু জল আর জল। দেখে মনে হচ্ছে পুরোটা একটা সমুদ্র।”

Advertisement

বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে পাকিস্তান প্রশাসন সে দেশের মুদ্রায় প্রায় সাত কোটি টাকা খরচ করেছে। গৃহহীন মানুষদের জন্য প্রায় দু’লক্ষ তাঁবু তৈরি করা হয়েছে সে দেশে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবারও আরও অর্থনৈতিক সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন। জাতিপুঞ্জের তরফে বন্যাবিধ্বস্ত পাকিস্তানকে ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement