COVID-19

ভারতে তৈরি সাড়ে চার কোটি টিকা পাবে পাকিস্তান, দায়িত্বে আন্তর্জাতিক সংস্থা

এক আন্তর্জাতিক টিকাকরণ সংস্থা ‘গাভি’র ব্যবস্থাপনায় টিকা ভারত থেকে পাকিস্তানে যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১২:১৯
Share:

ইসলামাবাদ যাচ্ছে ভারত তৈরি সাড়ে চার কোটি কোভিড টিকা। বৃহস্পতিবার এ তথ্য জানালেন ফেডেরাল জাতীয় স্বাস্থ্য পরিষেবা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সচিব আমির আসরফ খোয়াজা। এক আন্তর্জাতিক টিকাকরণ সংস্থা ‘গাভি’র ব্যবস্থাপনায় এই টিকা ভারত থেকে পাকিস্তানে যাবে। ওই সংস্থা বিশ্বের অর্ধেকের বেশি শিশুকে মারণ রোগ ও সংক্রমণ থেকে বাঁচানোর জন্য টিকাকরণের ব্যবস্থা করে।

পাকিস্তানের আইনসভা সদস্য মুশাহিদ হোসেন সৈয়দ এক প্রশ্নের উত্তরে জানান, ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে এই টিকা আমদানি করা হবে।

ফেডেরাল জাতীয় স্বাস্থ্য পরিষেবা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সচিব আমির আসরাফ খোয়াজা আরও জানান, গাভির সঙ্গে হওয়া এক চুক্তিতে সাড়ে চার কোটি টিকা পাকিস্তানে আসবে এবং এর মধ্যে থেকে এক কোটি ষাট লক্ষের মত টিকা সাধারণ মানুষ এই জুন মাসের মধ্যে পেয়ে যেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement