pakistan

Pakistan: আমন্ত্রিত পাকিস্তানি সেনেটের চেয়ারম্যান

পাকিস্তান ছাড়া কমনওয়েলথ দেশগুলির পার্লামেন্টের স্পিকারদের ওই বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ০৭:৫৪
Share:

লোকসভার স্পিকার ওম বিড়লা। ফাইল চিত্র।

সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র শতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাকিস্তানের সেনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সঞ্জরানিকে আমন্ত্রণ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পাকিস্তান ছাড়া কমনওয়েলথ দেশগুলির পার্লামেন্টের স্পিকারদের ওই বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

আগামী ৪ ডিসেম্বর পিএসি-র শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দু’দিনের সম্মেলনে শেষ দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের ওই সম্মেলনে শেষ পর্যন্ত পাকিস্তান যদি প্রতিনিধি পাঠায় তা
হলে তা কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, ২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিলে পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কাটছাঁট করে। তারপর থেকে দু’দেশের সম্পর্কে সেই অর্থে উন্নতি দেখা যায়নি। এ বিষয়ে পিএসি চেয়ারম্যান অধীর চৌধুরী বলেন, ‘‘পাকিস্তান-সহ কমনওয়েলথ দেশগুলির প্রত্যেকটি পার্লামেন্টের স্পিকারের কাছে আমন্ত্রণ গিয়েছে। পাকিস্তানের প্রতিনিধি যোগ দিলে দু’পক্ষ পারস্পরিক মত বিনিময়
করতে পারবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement