Eagle

Eagle: বাজ লেলিয়ে ছোট পাখি ধরছে পাচারকারী চক্র! নাস্তানাবুদ পাকিস্তানের বন দফতর

বাড়িতে বাজপাখিকে পোষ মানিয়ে তা দিয়েই এই দেশে পাখি শিকার করে থাকেন পাচারকারীরা

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ১২:৩৪
Share:
০১ ১০

পাখি দিয়ে পাখি শিকার! পকিস্তানের এই পদ্ধতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই চর্চা শুরু হয়েছে এ নিয়ে। এ ক্ষেত্রে পরিণত বাজ পাখি দিয়ে ছোট ছোট পাখি ধরেন পাচারকারীরা।

০২ ১০

বাজপাখির প্রতিপালন আরবে খুব পরিচিত। সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তানেও তা ফুলে ফেঁপে উঠেছে। বাড়িতে বাজপাখিকে পোষ মানিয়ে তা দিয়েই এই সব দেশে পাখি শিকার করে থাকেন পাচারকারীরা।

Advertisement
০৩ ১০

এর জন্য বাজপাখির ডিম কিনে সেটি বিশেষ পদ্ধতির মাধ্যমে বাড়িতেই ফুটিয়ে বাচ্চা বার করে থাকেন তাঁরা। তার পর সেটিকে বড় করে প্রশিক্ষণ দেন।

০৪ ১০

অনেকে আবার বাজার থেকে বড় বাজপাখিও কিনে আনেন বাড়িতে। বেশ কিছু দিন তার চোখ বেঁধে রেখে দেন। তারপর ধীরে ধীরে তাকেও প্রশিক্ষিত করে তোলেন।

০৫ ১০

এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত বাজপাখিদের শিকারিরা মূলত কোনও ফসলের খেতে নিয়ে যান। কারণ ফসলের খেতে নানা ধরনের পাখির আনাগোনা লেগেই থাকে।

০৬ ১০

পাচারকারীরা যে পাখিটিকে ধরতে চান, তার কিছুটা কাছে গিয়েই বাজপাখিটিকে উড়িয়ে দেন। প্রশিক্ষিত বাজও শিকারির ইশারা বুঝে ওই পাখিটিকে ধাওয়া করে ধরে নেয়। কিন্তু কোনওভাবেই পাখিটির গায়ে তেমন আঘাত লাগতে দেয় না বাজ।

০৭ ১০

এর পর শিকারি বাজের নাগাল থেকে পাখিটিকে ছাড়িয়ে খাঁচায় বন্দি করেন পাচারকারীরা। এই পাখিগুলির কেন শিকার করা হয়?

০৮ ১০

অনেকে মনে করতে পারেন, ফসল খেয়ে খেতের ক্ষতি করে পাখিগুলি। সে কারণেই সেগুলিকে বাজ দিয়ে ধরে নেন তাঁরা।

০৯ ১০

এই পাখিগুলি ধরে বিক্রি করে দেন শিকারিরা। ফসলের খেতে যেহেতু পাখিদের আনাগোনা বেশি থাকে, সে কারণেই পাখি ধরার জন্য ফসলের খেতকেই বেছে নেন তাঁরা। এমন চোরাশিকার রুখতে নাস্তানাবুদ পাকিস্তানের বনদফতর।

১০ ১০

নেটমাধ্যমে বাজ দিয়ে পাখি শিকারের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর থেকেই পাখি শিকারের এই পদ্ধতির তুমুল সমালোচিতও হয়েছে। সম্প্রতি এ নিয়ে চর্চা হলেও বাজ পাখিকে এই ধরনের কাজে লাগানো আরব, আফগানিস্তান বা পাকিস্তানে আগেও হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement