পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। -ফাইল ছবি।
চিন তাদের হয়ে তদ্বির করবে, এই ভরসায় পাকিস্তানে আস্তানা গেড়ে থাকা ৬ জন কট্টর সন্ত্রাসবাদীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে জানাল ইসলামাবাদ। এর আগে পাকিস্তানে আস্তানা গেড়ে থাকা ১৩০ জন সন্ত্রাসবাদীকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ ঘোষণা করেছিল। এদের মধ্যে মাত্র ১৯ জনকে পাকিস্তানে খুঁজে পাওয়া গিয়েছে বলে নিরাপত্তা পরিষদকে জানিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে, ওই ১৯ জন কট্টর সন্ত্রাসবাদীর মধ্যে ৬ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে নিরাপত্তা পরিষদকে। একটি সর্বভারতীয় দৈনিককে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের এক পদস্থ কর্তা।
ওয়াকিবহাল মহলের ধারণা, বেজিংয়ের পরামর্শ নিয়েই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে হয়তো এই অনুরোধ জানিয়েছে পাকিস্তান। দিল্লি ও নিউ ইয়র্কে বিদেশমন্ত্রকের দুই পদস্থ কর্তা বলেছেন, ‘‘চিনের সঙ্গে কথা বলেই পাকিস্তানের এই পদক্ষেপ কি না, সে ব্যাপারে এখনও আমরা নিশ্চিত নই। তবে যদি তা-ই ঘটে থাকে, তা হলে অবাক হব না।’’
বিষেশজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা পরিষদের তালিকা থেকে পাকিস্তানে আস্তানা গেড়ে থাকা সন্ত্রাসবাদীদের নাম বাদ দেওয়ানোর জন্য ইসলামাবাদের ব্যস্ত হয়ে ওঠার কারণ হতে পারে ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ)’ নিষেধাজ্ঞার খাঁড়া। পাকিস্তানে আস্তানা গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে যারা ইসলামাবাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। এফএটিএফ-এর পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের পরিস্থিতিতে অনির্দিষ্ট কালের জন্য সেই বৈঠক স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: চিনের ‘ব্যর্থ’ ওষুধেই দিশা দেখাচ্ছেন মার্কিন বিজ্ঞানী
আরও পড়ুন: সংক্রমণ সাগর দত্ত হাসপাতালে, ১৭ চিকিৎসক-সহ কোয়রান্টিনে ৩৬
বিদেশমন্ত্রক সূত্রের খবর, তালিকা থেকে ওই ৬ জন কট্টর সন্ত্রাসবাদীর নাম বাদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদে ফের অনুরোধ জানাবে ইসলামাবাদ। যাতে এ বছরের শেষাশেষি ওই কট্টর সন্ত্রাসবাদীদের নাম নিরাপত্তা পরিষদের তালিকা থেকে বাদ পড়ে। ইসলামাবাদের আশা, সে ক্ষেত্রে তাদের অনুরোধকে সমর্থন জানাবে নিরাপত্তা পরিষদের শক্তিশালী সদস্য রাষ্ট্র চিন।
জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার জন্য ভারত, আমেরিকা-সহ বহু দেশ অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছে। কিন্তু নিরাপত্তা পরিষদের পক্ষে তা করা সম্ভব হয়নি চিন বার বার তাতে ‘ভেটো’ দেওয়ায়। সর্বসম্মতিতে পৌঁছনো সম্ভব না হলে নিরাপত্তা পরিষদ কোনও সিদ্ধান্ত নিতে পারে না।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)