পাকিস্তানে এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা। ছবি—পিটিআই।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। ঘটনায় আহত ১০০-র বেশি। সোমবার সকালে সিন্ধ প্রদেশের ঘোটকি জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। উদ্ধার কাজ চলছে। তা শেষ হলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার আধিকারিকরা।
পাকিস্তান রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘোটকি জেলা দিয়ে যাওয়ার সময় মিললত এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এবং ওই এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের লাইনে। সে সময়ই স্যর সইদ এক্সপ্রেস ধাক্কা মারে মিললত এক্সপ্রেসে। এর জেরেই মৃত্যু হয়েছে ৩৬ জনের। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করার পর আসে উদ্ধারকারী দল। তাঁরা এসে আহতদের হাসপাতালে নিয়ে যান।
ঘটনা নিয়ে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, ‘ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বিস্মিত’। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর চলছে উদ্ধার কাজ। ছবি—পিটিআই।