বন্দুকবাজের হানা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকবাজের হানাকে কেন্দ্র করে সম্প্রতি তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের বন্দুকবাজের হানা আমেরিকার রাস্তায়। এ বার নিউ ইয়র্কের রশেস্টার সিটির এক পার্কে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্দুকবাজের হানায় এক জনের মৃত্যু হয়েছে। আরও ছ’জন গুলিবিদ্ধ হয়েছেন অতর্কিত হামলায়। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার স্থানীয় সময় সন্ধে ৬টা ২০মিনিট নাগাদ (ভারতীয় সময়ে সোমবার ভোর ৩টে ৫০মিনিটে) ব্রিজ ভিউ ড্রাইভের কাছে ওই পার্কে গুলি চলার খবর যায় রশেস্টার সিটি পুলিশের কাছে। গুলি চলার কারণে পার্কে থাকা সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তত ক্ষণে গুলিবিদ্ধ হয়ে বছর কুড়ির এক যুবকের মৃত্যু হয়েছিল। আরও ছয় জন গুলিতে জখম হয়ে কাতরাচ্ছিলেন। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। রশেস্টার সিটি পুলিশ জানিয়েছে, জখমদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি পাঁচ জনের জখম তুলনায় কম।
কী কারণে গুলি চলল, কত জন বন্দুকবাজ ছিল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনার সময়ের কোনও ভিডিয়ো কারও কাছে থাকলে, তা পুলিশের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তবে গুলি চলার ঘটনার সময় ওই পার্কে একটি পার্টি চলছিল বলে জানিয়েছে রশেস্টার সিটি পুলিশ। স্থানীয় পুলিশের তরফে ক্যাপ্টেন গ্রেগ বেলো জানিয়েছেন, কত জন গুলি চালিয়েছেন, সেটি এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।