সাংবাদিক ভিক্টোরিয়া ম্যারিনোভার খুনের ঘটনায় এক অভিযুক্তকে আজ গ্রেফতার করা হয়েছে বলে জানাল বুলগেরিয়ার সরকারি রেডিয়ো চ্যানেল। অভ্যন্তরীণ মন্ত্রকের একটি সূত্র উল্লেখ করে চ্যানেলটি জানিয়েছে, ধৃত রোমানিয়ার নাগরিক। তার কাছে মোলডোভার পাসপোর্ট পাওয়া গিয়েছে। শনিবার রুসে শহরের একটি নদীর ধার থেকে উদ্ধার হয় ৩০ বছরের ওই সাংবাদিকের দেহ। পুলিশ জানায়, তাঁকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে। গত এক বছরে ইউরোপে এই নিয়ে তিন জন সাংবাদিক খুন হলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত মাসে একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন ভিক্টোরিয়া। যেখানে দুই সাংবাদিককে নিয়ে আসেন তিনি। যাঁরা ইউরোপীয় ইউনিয়নের অনুদান ঘিরে দুর্নীতি ফাঁস করে গ্রেফতার হন। ভিক্টোরিয়ার খুনের সঙ্গে এই ঘটনার যোগ উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। যদিও সোমবার অভ্যন্তরীণ মন্ত্রী ম্লাদেন মোরিনোভা জানিয়েছেন, ভিক্টোরিয়ার কাজের সঙ্গে তাঁর খুনের যোগ রয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ভিক্টোরিয়ার দেহটি উদ্ধারের সময়ে তাঁর মোবাইল ফোন, গাড়ির চাবি, চশমা সঙ্গে ছিল না। পোশাক ছিল ছিন্নবিচ্ছিন্ন। তাঁর এক বন্ধু জানান, বুধবার ভিক্টোরিয়ার সঙ্গে শেষ দেখা হয়েছিল তাঁর। সেই সময়ে তদন্তমূলক কাজের কথা জানিয়েছিলেন ওই সাংবাদিক। কিন্তু তার জন্য কেউ প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে জানাননি।