দ্রুত পাল্টে যাচ্ছে সময়। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে কাজের ধরন, প্রকৃতি। এক সময় যে পেশাগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল, কালের গতিতে তার অনেকগুলির আর অস্তিত্বই নেই। আমেরিকার ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক (বিএলএস)-এর পরিসংখ্যান বলছে ২০২০ সালের মধ্যে বিশ্ব জুড়ে অনেক চাকরি জনপ্রিয়তা হারাবে। দেখে নেওয়া যাক তেমনই কিছু জনপ্রিয় চাকরি।
কৃষি ম্যানেজার: বিএলএসের রিপোর্ট বলছে, এক সময়ে আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন ফার্মে কাজ, কৃষি ম্যানেজারের দায়িত্ব পালন বেশ জনপ্রিয় ছিল। রিপোর্ট বলছে, এই চাকরির জনপ্রিয়তা ক্রমেই কমছে।
ডাক বিভাগে চাকরি: ২০১০ সাল থেকে শুধুমাত্র আমেরিকাতেই এই পেশায় কর্মী সংখ্যা কমেছে উল্লেখযোগ্য ভাবে। এর মূল কারণ প্রযুক্তির উন্নতি বলেই দাবি করা হয়েছে রিপোর্টে।
ডেটা এনট্রি অপারেটর: বছর দশেক আগে এই পেশার মারাত্মক চাহিদা ছিল। কিন্তু বিশ্ব জুড়ে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে এই চাকরি। এর পিছনেও প্রযুক্তিকেই দায়ী করছে রিপোর্ট।
টাইপিস্ট: এই পেশাটি ক্রমেই অবলুপ্তির পথে। কম্পিউটার এসে যাওয়ার পর ক্রমেই পিছনের সারিতে চলে যেতে থাকে এই পেশা। আগামী দিনে টাইপিস্ট খুঁজে পাওয়াই দুষ্কর হবে বলে আশঙ্কা করা হয়েছে রিপোর্টে।
ফাইল ক্লার্ক: এই পেশার চাহিদাও প্রতি দিনই কমছে। আগে এই পেশা অনেকটাই ছিল মানব নির্ভর। কিন্তু, কম্পিউটারের বহুল ব্যবহার মানুষের উপর নির্ভরতা কমিয়েছে। স্বাভাবিক ভাবেই চাকরির বাজার কমেছে।
পোস্ট মাস্টার: ডাক বিভাগ যেখানে জনপ্রিয়তা হারাচ্ছে সেখানে পোস্ট মাস্টারের চাকরিতে লোকের সংখ্যা কমবে সন্দেহ নেই। মোবাইল বিপ্লবের যুগে ডাক বিভাগের সঙ্গে সঙ্গে পোস্ট মাস্টারের পেশাও জনপ্রিয়তা হারাচ্ছে বলে দাবি করছে রিপোর্ট।
ইলেট্রিক্যাল যন্ত্রাংশ সংযুক্তিকরণ পেশা: এখন যন্ত্রের উপর নির্ভর করেই সংযুক্তিকরণের কাজটা সহজে করা যায়। কিন্তু, বছর কয়েক আগেও একাধিক কর্মী নিযোগ করা হত এ কাজে।
ফুড সার্ভিস ম্যানেজার: চাকরির দুনিয়ায় জনপ্রিয়তা হারাতে বসা আর একটি পেশার নাম। বাড়িতে বসেই অর্ডার দেওয়ার প্রচলন বাড়ছে দিন দিন। এর অন্যতম কারণ, সময়ের অভাব। এ জন্যই ম্যানেজমেন্ট-এর কাজ কমতে শুরু করেছে।