New Zealand

মসজিদে হামলাকারীর যাবজ্জীবন নিউজিল্যান্ডে

গত বছর মার্চে ক্রাইস্টচার্চে নিজের হত্যালীলার ভিডিয়ো ফেসবুকে ‘লাইভ স্ট্রিম’ করেছিল ব্রেন্টন ট্যারান্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ০৫:৩৮
Share:

আদালতে ব্রেন্টন ট্যারান্ট। ছবি: এপি

দু’টি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে মেরে ফেলেছিল সে। তার গুলিতে আহত হন কমপক্ষে ৪০ জন। নিউজিল্যান্ডের ইতিহাসে হিংস্রতম সেই জঙ্গি হামলায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে বৃহস্পতিবার প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আদালত। নিউজিল্যান্ডে এই প্রথম কাউকে এই ধরনের সাজা দেওয়া হল। গত সোমবার থেকে এই হত্যাকাণ্ডের শুনানি শুরু হয়েছিল। আইনজীবীরা তখনই অনুমান করেছিলেন, ঠিক এই সাজাই হতে চলেছে ২৯ বছরের ব্রেন্টনের। তার বিরুদ্ধে ৫১টি খুন, ৪০টি খুনের চেষ্টা ও এক দফা জঙ্গি হামলার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

গত বছর মার্চে ক্রাইস্টচার্চে নিজের হত্যালীলার ভিডিয়ো ফেসবুকে ‘লাইভ স্ট্রিম’ করেছিল ব্রেন্টন। দু’টি মসজিদে অজস্র মানুষকে গুলি করার পরে আরও মানুষ মারার উদ্দেশ্যে তৃতীয় মসজিদের দিকে রওনা হয়েছিল সে। মাঝপথে পুলিশ গ্রেফতার করে। আরও মানুষ মারার পরিকল্পনা ছিল ব্রেন্টনের। এ দিন ক্রাইস্টচার্চ হাইকোর্টের বিচারক সাজা শোনানোর পরে তাকে উদ্দেশ করে বলেছেন, ‘‘তুমি আমৃত্যু জেলে থাকলেও তা তোমার জন্য যথেষ্ট নয়।’’ পুলিশ জানিয়েছে, নিজের সাজাকে চ্যালেঞ্জ করেনি ব্রেন্টন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement