New York

প্লাস্টিকের ব্যাগে নিষেধাজ্ঞা নিউ ইয়র্কে

নিউ ইয়র্কের সেনেটরেরা গত বছর ৩১ মার্চ এই নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছিলেন। তখনই বলা হয়েছিল, আগামী অর্থবর্ষ থেকে চালু হবে এই নিষেধাজ্ঞা।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৩
Share:

প্রতীকী ছবি।

মার্চ মাস থেকে এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকে নিষেধাজ্ঞা জারি হচ্ছে নিউ ইয়র্ক প্রদেশ জুড়ে। ওষুধ বা কাঁচা মাংসের দোকান ছাড়া কোথাও এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা যাবে না। ক্রেতারা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতে পারেন। অন্যথায়, দোকান থেকে ৫ সেন্ট দিয়ে কাগজের ব্যাগ কিনতে হবে তাঁদের।

Advertisement

নিউ ইয়র্কের সেনেটরেরা গত বছর ৩১ মার্চ এই নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছিলেন। তখনই বলা হয়েছিল, আগামী অর্থবর্ষ থেকে চালু হবে এই নিষেধাজ্ঞা। সেই মতো নির্দেশিকা জারি করেছে নিউ ইয়র্কের পরিবেশ সংরক্ষণ দফতর। ১ মার্চ থেকে অল্প কিছু দোকান ছাড়া কোথাও এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যগ আর ব্যবহার করা যাবে না।

নিষেধাজ্ঞা চালু: ১ মার্চ, ২০২০

Advertisement

নিষেধাজ্ঞার আওতায়: নিউ ইয়র্ক প্রদেশের সব দোকান

কী ধরনের প্লাস্টিকে নিষেধাজ্ঞা: এক বার ব্যবহারযোগ্য

বিকল্প ব্যবস্থা: বাড়ি থেকে আনা কাপড়ের ব্যাগ বা ৫ সেন্ট দামের কাগজের ব্যাগ

ছাড় কাদের: কাঁচা মাছ-মাংসের দোকান, ওষুধের দোকান, রেস্তরাঁ

নিউ ইয়র্কের পরিবেশ সংরক্ষণ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, বছরে ২৩০০ কোটি এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয় এই প্রদেশে। এই বিপুল পরিমাণ প্লাস্টিকের বেশির ভাগটাই জড়ো হয় সমুদ্রে। পরিবেশ দূষণে রাশ টানতে এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্যই এই পদক্ষেপ, জানিয়েছেন দফতরের মুখপাত্র। কাগজের ব্যাগ বিক্রি করে যে ৫ সেন্ট পাওয়া যাবে, তার থেকে ৩ সেন্ট যাবে পরিবেশ সংরক্ষণের কাজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement