উত্তর কোরিয়ার স্কুলপাঠ্যে বিস্ময়বালক উন

তিনি চটলে রেয়াত করেন না নিজের পিসেমশাইকেও। শাস্তি দিতে বুভুক্ষু হাউন্ডের পালের মুখে ফেলে দেন তাঁকে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে নিয়ে এমন জল্পনা প্রায়ই শোনা যায়। সেই তালিকাতেই নয়া সংযোজন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার এক চ্যানেল দাবি করল, চলতি শিক্ষাবর্ষ থেকে উত্তর কোরিয়ার স্কুল পাঠ্যক্রমে আরও একটি নয়া বিষয় জুড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

পিয়ংইয়ং শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৫ ০৩:৩৬
Share:

তিনি চটলে রেয়াত করেন না নিজের পিসেমশাইকেও। শাস্তি দিতে বুভুক্ষু হাউন্ডের পালের মুখে ফেলে দেন তাঁকে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে নিয়ে এমন জল্পনা প্রায়ই শোনা যায়। সেই তালিকাতেই নয়া সংযোজন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার এক চ্যানেল দাবি করল, চলতি শিক্ষাবর্ষ থেকে উত্তর কোরিয়ার স্কুল পাঠ্যক্রমে আরও একটি নয়া বিষয় জুড়েছে। যার পুরোটা জুড়েই থাকছে ‘বিস্ময়বালক’ উনের মাহাত্ম্য। কী ভাবে মাত্র তিন বছর বয়সে দক্ষ চালক হয়ে উঠেছিলেন তিনি, ন’বছরে নৌ-প্রতিযোগিতা জিতেছিলেন— এ সবেরই আখ্যান থাকবে সেই অবশ্যপাঠ্য বিষয়ে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার চ্যানেলটির দাবি, এই নয়া কৌশলের পিছনে একটাই উদ্দেশ্য উনের। তা হল, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রশ্নহীন আনুগত্য তৈরি করা। শিক্ষক-শিক্ষিকারা তো বটেই, পড়ুয়ারাও যাতে ছেলেবেলা থেকে উত্তর কোরিয়ার এই স্বৈরতন্ত্রী প্রশাসকের ব্যাপারে অনুগত থাকেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বিষয়টি নিয়ে প্রত্যাশিত ভাবেই কোনও প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া। ফলে দক্ষিণ কোরিয়ার ওই চ্যানেলের দাবির সত্যতা যাচাই করার সম্ভাবনাও নেই। কিন্তু যে সব তথ্য তারা পেশ করেছে, তাতে চোখ কপালে উঠছে অনেকেরই। এতো রূপকথাকেও হার মানায়!

কী রকম?

Advertisement

উত্তর কোরিয়ার পড়ুয়াদের শেখানো হচ্ছে, তাদের রাষ্ট্রপ্রধান রাজনীতির আঙিনায় দক্ষ তো বটেই, পাশাপাশি ছবি আঁকাতেও সমান পটু। আবার তিনি সুরস্রষ্টাও বটে। একই সঙ্গে অকূল সমুদ্রে দক্ষ নাবিকের মতো ভেসে বেড়ানোর ক্ষমতাও তাঁর জন্মগত। নয়া বিষয়টির জন্য যে পাঠ্যবই প্রকাশ করেছে প্রশাসন, তাতে বলা হয়েছে, ‘‘মাত্র ন’বছর বয়সে একটি বিদেশি ইয়ট কোম্পানির প্রধানের সঙ্গে নৌকো প্রতিযোগিতায় জিতেছিলেন উন।’’ সব মিলিয়ে উত্তর কোরিয়ার এই শাসককে বিস্ময়বালক হিসেবে তুলে ধরা হয়েছে ওই নয়া পাঠ্যবইয়ে। কী ভাবে বিষয়টি পড়ানো হবে, তা নিয়ে চলতি শিক্ষাবর্ষে বিস্তারিত নিয়মাবলি পাঠানো হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের।

সমালোচকেরা অবশ্য এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন। তাঁদের দাবি, উত্তর কোরিয়ার বাসিন্দাদের একটা বড় অংশ যে উনের প্রতি অনুগত নন, এই পদক্ষেপ তারই প্রমাণ। সেই আনুগত্য তৈরি করতেই এ বার স্কুলেও
নিজের মাহাত্ম্য প্রচারের বন্দোবস্ত করতে হচ্ছে উনকে।

এমন ভাবনা অবশ্য এই প্রথম নয়। শোনা যায়, এর আগে উনের বাবা কিম জং ইল-ও নিজের জনপ্রিয়তা বাড়াতে একই রকম পদক্ষেপ করেছিলেন। একাধারে ক্রীড়াপটু আবার চলচ্চিত্র বিশেষজ্ঞ হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন ইল।

বাবার দেখানো পথেই হাঁটল ছেলে। এখন এ হেন প্রচারের ফল কী দাঁড়ায়, সেটাই দেখার।


প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে শ্রী অরবিন্দের মূর্তির সামনে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement