twitter

Elon Musk: আর পরাগ নন! টুইটারের সিইও বদল নিয়ে জল্পনা

সান ফ্রান্সিসকোয় অবস্থিত ব্যবস্থাপনা বিভাগের উপর নাকি আস্থা রাখতে পারছেন না মাস্ক।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৮:৫১
Share:

খুব তাড়াতাড়িই টুইটার সংস্থার সিইও পদ থেকে সরতে চলেছেন পরাগ অগ্রবাল। ফাইল চিত্র

টুইটারের মালিকানা হাতে নিয়েই সিইও বদলের ভাবনাচিন্তা করছেন ইলন মাস্ক! সংবাদ সংস্থা রয়টার্স কোনও এক গোপন সূত্র মারফত খবর পেয়েছে, খুব তাড়াতাড়িই টুইটার সংস্থার সিইও পদ থেকে সরতে চলেছেন পরাগ অগ্রবাল। ৪৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনেছেন মাস্ক। খবর, সান ফ্রান্সিসকোয় অবস্থিত ব্যবস্থাপনা বিভাগের উপর নাকি আস্থা রাখতে পারছেন না তিনি।

নতুন সিইও পদের জন্য মাস্ক কাকে মনোনীত করে রেখেছেন, পাকাপাকি ভাবে সংস্থা হস্তান্তর হওয়ার পরেই তাঁর নাম ঘোষণা করবেন বলে সেই গোপন সূত্রে খবর। ক্ষমতা হস্তান্তরের এক বছরের মধ্যে যদি পরাগকে পদত্যাগ করতে হয়, তবে টুইটারের পক্ষ থেকে তাঁকে ৪২ মিলিয়ন আমেরিকান ডলার দেওয়া হবে। এই বিষয়ে পরাগ অবশ্য মুখ খুলছেন না। এই ঘটনাক্রমের মাঝে তাঁকে বেশ নিরুদ্বিগ্নই দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement