Birmingham Airport

অবতরণ করতে না পেরে ফের আকাশে উড়ল বিমান! দেখুন হাড় হিম করা ভিডিও

বিমানে চাপলে আপনার খুব একটা ভয় করে না? কিন্তু, এমন একটা ভিডিও দেখলে আপনারও হয়তো হাড় হিম হয়ে যাবে! তখন মাঝ-আকাশে বিমান। প্রবল হাওয়ার তোড়ে যেন গোত্তা খাওয়া ঘুড়ির মতো অবস্থা। উল্টো দিক থেকে ধেয়ে আসা প্রবল হাওয়ায় বিমানটি বেসামাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ১৭:১১
Share:

এয়ারবাস এ৩২১

বিমানে চাপলে আপনার খুব একটা ভয় করে না? কিন্তু, এমন একটা ভিডিও দেখলে আপনারও হয়তো হাড় হিম হয়ে যাবে!

Advertisement

তখন মাঝ-আকাশে বিমান। প্রবল হাওয়ার তোড়ে যেন গোত্তা খাওয়া ঘুড়ির মতো অবস্থা। উল্টো দিক থেকে ধেয়ে আসা প্রবল হাওয়ায় বিমানটি বেসামাল। সেই ভয়ানক হাওয়ার মাঝেই বিমান উড়িয়ে নিয়ে যাওয়া বেশ কষ্টকর ছিল পাইলটের কাছে। বিমানটিকে ঠিক ভাবে অবতরণ করাতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল তাঁকে। এমনকী, রানওয়েতে তখন বিমানের চাকা ছুঁই ছুঁই, তবু বিমানটিকে ঠিক ভাবে অবতরণ করতে পারলেন না। হাওয়ার চাপ সামলাতে না পেরে ফের আকাশের দিকেই বিমান উড়িয়ে নিয়ে গেলেন তিনি।

এমন ঘটনাই ঘটেছে বার্মিংহাম বিমানবন্দরে এয়ারবাস এ৩২১ বিমানের সঙ্গে। সেই মারাত্মক ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে ‘ফ্লাগস্নাগ’ নামে এক ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখেছেন প্রায় এক লক্ষ মানুষ।

Advertisement

ভিডিও সৌজন্যে: ফ্লাগস্নাগ ডট কম

দেখুন ভিডিও

আরও পড়ুন- বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে

আরও পড়ুন- পুজোর ওই আলাদা গন্ধটা আসলে বোধহয় বাবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement