ফাইল চিত্র।
কয়েক হাজার কোটি টাকার ‘চিনি দুর্নীতি’-তে নাম জড়াল পাকিস্তানের বিরোধী নেতা নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের। এ ছাড়াও, একই ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন ইমরান খানের বন্ধু-সহ আরও তিনজন। পাকিস্তানের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দ্য ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) রবিবার এই নিয়ে মামলা রুজু করেছে।
অভিযোগের তালিকায় নাম রয়েছে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর সভাপতি শাহবাজ শরিফ, তাঁর ছেলে হামজা ও সুলেমানের। নাম রয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু জাহাঙ্গির তারিন এবং তাঁর ছেলে আলি তারিনেরও। তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরূপ, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: এখনও উদাসীন! গাঁধীদের টার্গেট করে প্রকাশ্যে আবার বিস্ফোরক সিব্বল
তারিন ও তাঁর ছেলের বিরুদ্ধে রয়েছে ৪৩৫ কোটি টাকা তছরূপের অভিযোগ। অন্যদিকে শাহবাজ শরিফ ও তাঁর ছেলেদের বিরুদ্ধে রয়েছে আড়াই হাজার কোটি টাকার তছরূপের অভিযোগ। সম্প্রতি লাহৌর হাইকোর্টে তারিনের জেডিডাব্লিউ সুগার মিল, ফারুকি পাল্প মিল এবং শাহবাজ শরিফের আল আরবিয়া সুগার মিলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করে এক্সচেঞ্জ কমিশন। সেখানেই প্রথম তছরূপের অভিযোগ উঠে আসে। তারপরেই আদালত পাকিস্তানের এফআইএ-কে নির্দেশ দেয় কোনও বাছবিচার না করে ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করার কাজ করতে হবে।
আরও পড়ুন: বিহারে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী? নীতীশের শপথের আগে জোর জল্পনা
আপাতত শাহবাজ শরিফ ও তাঁর ছেলে হামজা লাহৌরের লোক লখপত জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সেখানও একটি অর্থ তছরূপের মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর করা এই মামলায় অভিযুক্ত শরিফের ছোট ছেলেও। আপাতত সে লন্ডনে, পাক প্রশাসন তাঁকে ফেরার ঘোষণা করেছে।