NATO

অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নয় রাশিয়ার সঙ্গে, নেটোর সিদ্ধান্তের জেরে ইউরোপে আবার স্নায়ুযুদ্ধের শঙ্কা

রুশ-নেটো সঙ্ঘাতের এই আবহে ফের ষাট এবং সত্তরের দশকের ‘ঠান্ডা যুদ্ধে’র দিনগুলি ফিরে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ২৩:১২
Share:

ছবি: রয়টার্স।

রাশিয়ার সিদ্ধান্ত ঘোষণার পরেই ‘প্রত্যাঘাত’ করল নেটো। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে আসার কথা জানিয়েছে।

Advertisement

এর আগে ভ্লাদিমির পুতিনের সরকার জানিয়েছিল, তারা আর ঠাণ্ডা যুদ্ধ পরিস্থিতিতে সই করা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অংশীদার হবে না। মস্কোর সঙ্গে স্নায়ুযুদ্ধ এড়াতে নেটোর ৩১টি সদস্যের মধ্যে বেশ কয়েকটি দেশ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বহাল রাখতে চাইলেন ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি বলেই মনে করা হচ্ছে।

রুশ-নেটো সঙ্ঘাতের এই আবহে ফের ষাট এবং সত্তরের দশকের ‘ঠান্ডা যুদ্ধে’র দিনগুলি ফিরে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর ফলে এর ফলে যে পরমাণু যুদ্ধের দিনগুলির আশঙ্কা ঘনীভূত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement