‘বিয়ে কোরো না হ্যারিকে!’

অন্তঃসত্ত্বা থাকাকালীন এবং মা হওয়ার পরে— গোটা সময়টায় তাঁকে নিয়ে নেতিবাচক প্রচার চলেছে জানিয়ে মেগান বলেছেন, ‘‘আগাগোড়া একটা কঠিন লড়াই করতে হয়েছে আমায়।’’

Advertisement

শ্রাবণী বসু

লন্ডন শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০৩:৫৯
Share:

—ফাইল ছবি

বন্ধুরা তাঁকে বলেছিলেন, ব্রিটেনের রাজকুমার হ্যারিকে বিয়ে কোরো না, ডাচেস অব সাসেক্স মেগান এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। কারণ হিসেবে তাঁরা নাকি মেগানকে বলেছিলেন, ব্রিটিশ ট্যাবলয়েডগুলো তোমার জীবন শেষ করে দেবে।

Advertisement

সম্প্রতি পাঁচ মাসের ছেলে আর্চিকে নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন হ্যারি-মেগান। সেখান থেকে ফিরে মুখ খুলেছেন মেগান। তাঁর কথায়, ‘‘আমার ব্রিটিশ বন্ধুরা বলেছিল, জানি হ্যারি খুব ভাল ছেলে। কিন্তু তোমার এই বিয়েটা করা উচিত নয়। কারণ ব্রিটিশ ট্যাবলয়েড তোমার জীবন শেষ করে দেবে।’’ মেগানের দাবি, তিনি তখন তাঁদের বলেছিলেন, ‘‘কী বলছো তোমরা? এর তো কোনও মানে হয় না। আমি ট্যাবলয়েডে নেই।’’ এর পরে মেগানের সংযোজন, ‘‘আমি এক বারও ভাবিনি ব্যাপারটা খুব সহজ হবে। কিন্তু একটা স্বচ্ছতা থাকবে বলে আশা করেছিলাম।’’

অন্তঃসত্ত্বা থাকাকালীন এবং মা হওয়ার পরে— গোটা সময়টায় তাঁকে নিয়ে নেতিবাচক প্রচার চলেছে জানিয়ে মেগান বলেছেন, ‘‘আগাগোড়া একটা কঠিন লড়াই করতে হয়েছে আমায়।’’ এই সময়ে সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, আপনি কি এখনও সেই লড়াইটায় আছেন? ভেজা চোখে মেগান উত্তর দেন, ‘‘প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। আমি ঠিক আছি কি না, সেটা তো কেউ জানতে চায় না।’’ মেগান জানান, তিনি এ ব্যাপারে হ্যারিকেও বুঝিয়েছেন। ‘‘এইচ— হ্যারিকে এ ভাবেই ডাকি। ওকে বলেছি, শুধু টিকে থাকা নয়, সেটা জীবনের উদ্দেশ্য নয়। এগিয়ে যাওয়ার জন্য লড়তে হবে।’’

Advertisement

মেগানের পাশাপাশি হ্যারিও মন খুলে কথা বলেছেন ওই সাংবাদিকের সঙ্গে। মেগানকেও হয়তো ডায়ানার মতোই চাপের মুখোমুখি হতে হবে কোনও দিন, এমন উদ্বেগ কি হ্যারিকে তাড়া করে? রাজকুমার বলেন, ‘‘আমি পরিবারকে সব সময় রক্ষা করব। মা যা যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, এবং ওঁর সঙ্গে যা ঘটেছে, সেটা ভেবে আতঙ্কিত হতে চাই না। কিন্তু সেটার পুনরাবৃত্তিও চাই না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement