ঘড়ি বানিয়ে গ্রেফতার কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ওবামার

তার বানানো ঘড়িকে বোমা ভেবে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। আর এ বার আহমদের সেই ঘড়ির সৌজন্যেই তার ডাক পড়ল খাস হোয়াইট হাউজে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩০
Share:

সেই ঘড়ি। ইনসেটে আহমদ। ছবি: টুইটার।

তার বানানো ঘড়িকে বোমা ভেবে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। আর এ বার আহমদের সেই ঘড়ির সৌজন্যেই তার ডাক পড়ল খাস হোয়াইট হাউজে। তাঁকে এসে ঘড়ি দেখিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Advertisement

ঘটনাটি দিন কয়েক আগের। টেক্সাসের বাসিন্দা ১৪ বছরের আহমদ নিজেই একটি ঘড়ি তৈরি করে ফেলে। পরে সেই ঘড়ি নিয়েই সে হাজির হয় তার স্কুলে। ঘড়ির আকার দেখে সেটিকে বোমা ভেবে ভুল করেন স্কুল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় পুলিশে। আহমদকে গ্রেফতার করার পাশাপাশি তার সাধের ঘড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। হাতকড়া পরা আহমদের সেই ছবি আলোড়ন ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। ঘণ্টাখানের মধ্যে আহমদের সেই পোস্ট কয়েক হাজার বার রি টুইট করা হয়। টুইটারে ঘটনার নিন্দা করেন হিলারি ক্লিন্টন থেকে জুকেরবার্গ। হিলারি বলেন, “অহেতুক সন্দেহ আমাদের নিরাপত্তা দিতে পারবে না। আহমদকে বলব, তুমি আরও এই ধরনের আবিস্কার কর।” আর এ দিন টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘তুমি খুবই সুন্দর একটি ঘড়ি তৈরি করেছ আহমদ। আমায় ওটা দেখাতে হোয়াইট হাউজে আসতে পারবে? তোমার কাজ দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে। তোমরাই আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবে।’

ওবামার আমন্ত্রণে আপ্লুত আহমদ। তার দাবি, “নতুন জিনিস তৈরি করতে আমি খুবই ভালবাসি। ঘড়ি বানানো খুবই সহজ। ওরা এটাকে বোমা ভেবে ভুল করে আমায় আটক করেছিল। হোয়াইট হাউজে যাওয়ার জন্য মুখিয়ে আছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement