ফাইল চিত্র
দীর্ঘ রাজনৈতিক সঙ্কট কাটিয়ে বারো বছর পরে ইজ়রায়েলের মসনদে নতুন সরকার। বেঞ্জামিন নেতানিয়াহু হেরে গেলেন সামান্য ব্যবধানে। নতুন প্রধানমন্ত্রী দক্ষিণপন্থী ইহুদি নেতা ৪৯ বছরের নাফতালি বেনেট। তিনি ছিলেন এক সময়ে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইজ়রায়েলের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধুত্ব সুবিদিত। গত সাত বছরে তাঁর জমানাতে ভারতের সঙ্গে ইজ়রায়েলের কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছয় বলে দাবি বিদেশ মন্ত্রকের। তিনি হেরে যাওয়ার পরে দেশে বাম এবং কংগ্রেসের কিছু সমর্থক নেতা, বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘তিন জন বন্ধুর দু’জন (ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু) গদিচ্যুত!’’
মোদী অবশ্য আজ টুইট করে নতুন প্রধানমন্ত্রী বেনেটকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর (নতুন রূপ পাওয়ার পর) পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’’ বেনেটও জানিয়েছেন, তিনি মোদী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
একটি ছোট জাতীয়তাবাদী পার্টির নেতা নাফতালি বেনেট। তবে ক্ষমতা ধরে রাখাটা তাঁর পক্ষে খুবই কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ, তাঁকে রাজনৈতিক ভাবে দক্ষিণপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী পার্টিগুলির একটি জগাখিচুড়ি জোট সামলে চলতে হবে।
আট দলের জোটের নেতৃত্ব দিতে হবে বেনেটকে। এই আট দলের মধ্যে রয়েছে ছোট্ট একটি আরব গোষ্ঠীও।