ক্যালিফোর্নিয়ার লোডি শহরের ১১৭তম মেয়র হলেন শিখ সম্প্রদায়ভুক্ত মাইকি হোতি। ছবি: ফেসবুক।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোডি শহরের মেয়র পদে এই প্রথম এক শিখ সম্প্রদায়ভুক্ত দায়িত্ব সামলাবেন। বুধবার ওই শহরের মেয়র হিসাবে নির্বাচিত হয়ে নজির গড়লেন মাইকি হোতি।
বুধবার কাউন্সিলরদের বৈঠকে মেয়র পদে মাইকির নাম প্রস্তাব করেন শহরের নব-নির্বাচিত কাউন্সিলর লিসা ক্রেগ। লিসার প্রস্তাবে সব কাউন্সিলরাই সম্মতি দেন। এর পর আনুষ্ঠানিক ভাবে লোডি শহরের ১১৭তম মেয়র হিসাবে মাইকির নাম ঘোষণা করা হয়। বুধবারের বৈঠকে লিসাকে সর্বসম্মতিক্রমে ভাইস মেয়র পদে নির্বাচিত করা হয়েছে।
উত্তর ক্যালিফোর্নিয়ার লোডি শহরের পূর্ববর্তী মেয়র মার্ক শ্যান্ডেলারের ডেপুটি হিসাবে বছরখানেক কাজ করেছেন মাইকি। তবে নভেম্বরের নির্বাচনে অংশ নেননি মার্ক। অন্য দিকে, শহরের পঞ্চম জেলা থেকে নির্বাচিত হওয়ার পর মেয়রের দায়িত্বে পেয়ে শুক্রবার মাইকি টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘লোডি শহরের ১১৭তম মেয়র হতে পেরে সম্মানিত।’’