পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ-মিছিলে মহিলারা।—ছবি রয়টার্স।
রক্ষকই ভক্ষক! সম্প্রতি মেক্সিকোয় যৌন হেনস্থার দু’টি ঘটনায় অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেই। ১৭ বছরের এক কিশোরীকে হেনস্থার অভিযোগ উঠেছে চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অন্য দিকে বছর ষোলোর এক কিশোরীকে যৌন হেনস্থাতেও অভিযুক্ত পুলিশকর্মী।
পরপর এমন ঘটনায় শুক্রবার প্রতিবাদ-মিছিল করেন শতাধিক মহিলা। মেক্সিকো সিটি পুলিশের কাছে নিরাপত্তার দাবি তোলেন মহিলারা। পোস্টারে বিশ্বাসভঙ্গের বিষয়টিও তুলে ধরেন প্রতিবাদীরা।
শান্তিপূর্ণ ভাবে মিছিল শুরু হলেও শেষ পর্যন্ত পুলিশ ভবনের তিন তলায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। রাজধানীর স্মৃতিসৌধেও গ্রাফিতিতে জানানো হয় প্রতিবাদ।