Bizarre

প্রেমিকার বাড়ি অবধি সুড়ঙ্গ বানিয়ে তাঁর স্বামীর কাছেই হাতেনাতে পাকড়াও প্রেমিক!

মেক্সিকোর এক ব্যক্তি নিজের বাড়ি থেকে সুড়ঙ্গ খুড়েছিলেন প্রেমিকার বাড়ি অবধি। সেখান দিয়েই সবার নজর এড়িয়ে চলত যাতায়াত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৩:৪৩
Share:

সুড়ঙ্গের মুখ। ছবি টুইটার থেকে নেওয়া।

মেক্সিকোর এক ব্যক্তি নিজের বাড়ি থেকে সুড়ঙ্গ খুড়েছিলেন প্রেমিকার বাড়ি অবধি। সেখান দিয়েই সবার নজর এড়িয়ে চলত যাতায়াত। একদিন প্রেমিকার স্বামী দেখে ফেলেন তাঁদের। আর তার পরই সন্ধান মেলে সুড়ঙ্গের। সেই সুড়ঙ্গ ধরে তিনি পৌঁছে যান স্ত্রীর প্রেমিকের বাড়িতে। এর পরই বাকি সবার নজরে আসে সুড়ঙ্গের বিষয়টি।

Advertisement

সুড়ঙ্গ খোঁড়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম অ্যালবার্তো। প্রেমিকার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসায় অ্যালাবার্তোকে দেখে ফেলেন। তিনি আসতেই অ্যালবার্তো একটি সোফার তলায় লুকিয়ে পড়েন। সেই সোফার নীচেই সুড়ঙ্গের হদিশ মেলে। যদিও সেই সুড়ঙ্গের মাপ কী, কী ভাবে খোঁড়া হয়েছে তা এ ব্যাপারে কিছু জানায়নি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন। ওই সুড়ঙ্গের ঢোকার মুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই সুড়ঙ্গ ধরে অ্যালবার্তোর বাড়িতে চলে গিয়েছিলেন ওই মহিলার স্বামী। সেখানে তিনি যেতেই কাউকে কিছু না বলার কথা জানায় অ্যালবার্তো। এর পরই হাতাহাতি বাধে তাঁদের। ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগও জমা পড়েছে।

Advertisement

আরও পড়ুন: অপুষ্টিতে মৃত্যুই কি ভবিষ্যৎ শামিমদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement