ডায়ানার স্মৃতি ঝাপসা, মানলেন হ্যারি

ডায়ানার মৃত্যুর সময় তাঁর বয়স ১২ ছুঁইছুই। ১৯ বছর পেরিয়ে মায়ের সঙ্গে তাঁর ছেলেবেলার সেই সব স্মৃতিই প্রায় ভুলতে বসেছেন বলে জানালেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। ১৯৯৭-এর অগস্টে প্যারিসে গাড়ি দুর্ঘনায় প্রাণ হারান ডায়ানা। হ্যারি তখন সদ্য কিশোর।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০৩:৩৩
Share:

মায়ের কোলে। —ফাইল চিত্র।

ডায়ানার মৃত্যুর সময় তাঁর বয়স ১২ ছুঁইছুই। ১৯ বছর পেরিয়ে মায়ের সঙ্গে তাঁর ছেলেবেলার সেই সব স্মৃতিই প্রায় ভুলতে বসেছেন বলে জানালেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি।

Advertisement

১৯৯৭-এর অগস্টে প্যারিসে গাড়ি দুর্ঘনায় প্রাণ হারান ডায়ানা। হ্যারি তখন সদ্য কিশোর। ডায়ানার অকালমৃত্যুতে মায়ের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ হয়নি ছোট ছেলের। তাছাড়া তার এক বছর আগেই, ১৯৯৬ সালে চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় ডায়ানার। ডায়ানার একাধিক সম্পর্ক নিয়ে তখন সরগরম গোটা ব্রিটেন। যাকে কেন্দ্র করেও রাজপরিবারের সঙ্গে ডায়ানার দূরত্ব বেড়ে যায় কয়েক যোজন। স্বাভাবিক ভাবেই তার ছায়া পড়ে হ্যারির জীবনেও। মার্কিন এক পত্রিকার সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, ‘‘মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি আমার খুব কম। আমরা একসঙ্গে কাটিয়েছি এমন মুহূর্ত বেশি মনে পড়ে না।’’ ১৯ বছর পরে সেই সামান্য স্মৃতিও ঝাপসা হচ্ছে একটু একটু করে।

তবে মা সব সময়েই তাঁকে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন হ্যারি। তাঁর দাবি, মা’র কথা মাথায় রেখেই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে আফগানিস্তানে লড়তে গিয়েছিলেন তিনি। জড়িয়েছেন নানা সমাজসেবামূলক কাজেও। সেই কাজের সূত্রেই একটি পোলো ম্যাচে অংশ নিতে বুধবার ফ্লোরিডার পাম বিচে যান হ্যারি। তাঁর কথায়, ‘‘আমি চাই আমার কাজের মাধ্যমে মাকে গর্বিত করতে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement