TMC

সংখ্যালঘু এলাকায় ‘বেশি’ভোট

শুক্রবারই সিতাই বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় রেকর্ড তৈরি করেছে।

Advertisement

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৯:৫৫
Share:

সংখ্যালঘু প্রভাবিত এলাকা থেকে সব থেকে বেশি ভোটে লিড নিয়েছে তৃণমূল। —প্রতিনিধিত্বমূলক ছবি।

উপনির্বাচনে সংখ্যালঘু প্রভাবিত এলাকা থেকে সব থেকে বেশি ভোটে লিড নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। কোনও কোনও বুথে খুব সামান্য ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিরোধীদের। আবার বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে, এমন এলাকাতেও প্রচুর ভোটে লিড নিয়েছে তৃণমূল। সিতাই বিধানসভার অঞ্চলভিত্তিক ফলাফলে এমন চিত্র ফুটে উঠেছে।

Advertisement

শুক্রবারই সিতাই বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় রেকর্ড তৈরি করেছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে সিতাই বিধানসভার ১৭টি অঞ্চলেই বড় মার্জিনে লিড নিয়েছে রাজ্যের শাসক দল। সিতাইয়ের শাসক দলের নেতা কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, ‘‘সমস্ত মানুষই আমাদের ভোট দিয়েছে। গ্রামের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন।’’ বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসুর বক্তব্য, ‘‘সংখ্যালঘু এলাকায় বরাবর লিড নিয়েছে তৃণমূল। তবে বেশির ভাগ সময়েই স্বচ্ছতার সঙ্গে ভোট হয়নি। এ বারের উপনির্বাচনে কার্যত কোনও ভোট হয়নি। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি।’’

১৭টি অঞ্চল নিয়ে সিতাই বিধানসভা। সিঙ্গিজানি নদী ওই বিধানসভাকে দু’টি ভাগে ভাগ করে দিয়েছে। নদীর ও পারে সিতাই ব্লক। যেখানে রয়েছে পাঁচটি অঞ্চল। নদীর এ পারে দিনহাটা ১ নম্বর ব্লকে রয়েছে বাকি ১২টি অঞ্চল। ওই ১২টি অঞ্চলের মধ্যে ওকরাবাড়ি ও গীতালদহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওকরাবাড়ি অঞ্চলে ২৭ হাজার ৮৭৯ টি ভোটার রয়েছে। তার মধ্যে যা ভোট হয়েছে তাতে তৃণমূল প্রার্থী পেয়েছে ১৫ হাজার ৯১৬ টি। সেখানে বিজেপি প্রার্থী ১৫৩০ টি ভোট, বাম প্রার্থী পেয়েছে ২৯৩ টি ভোট। তুলনায় কংগ্রেস একটু বেশি ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে ১৯০৮ টি ভোট। গীতালদহ ১ ও ২ অঞ্চল মিলিয়ে তৃণমূল প্রার্থী সাড়ে ১৫ হাজার ভোট পেয়েছে। দুটি অঞ্চল মিলিয়ে বিজেপি এগারোশ ভোট পেয়েছে। বামেরা দুটি অঞ্চল মিলিয়ে ১৫৬ টি ভোট। কংগ্রেস দেড় হাজারের কাছাকাছি ভোট পেয়েছে।

Advertisement

সিঙ্গিজানি নদীর ওপারে যে পাঁচটি অঞ্চল রয়েছে সেখানে তৃণমূলের ভোট ৫৯৭০৩। সেখানে বিজেপির ভোট ৮৭২২ টি, বামেরা পেয়েছে১০৮১ কংগ্রেস পেয়েছে ১৩০২ টি ভোট। নদীর এপারে বারোটি অঞ্চলে তৃণমূল পেয়েছে এক লক্ষ ছয় হাজার ৪৯ টি ভোট। সেখানে বিজেপি পেয়েছে ২৬ হাজার ৫৬৭ টি ভোট। বামেরা পেয়েছে, ২২৩৬ টি ভোট এবং কংগ্রেস পেয়েছে ৭৮৬২ টি ভোট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement