মেলানিয়া ট্রাম্প ও মিশেল ওবামা
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়াইয়ে সামিল হওয়ার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ বার সেই তালিকায় জুড়ল তাঁর স্ত্রী মেলানিয়ার নামও।
সম্প্রতি ক্লিভল্যান্ডে রিপাবলিকান কনভেনশনে মেলানিয়া যে বক্তৃতা করেছেন, তার সঙ্গে ২০০৮ সালে ডেমোক্র্যাটিক কনভেনশনে মিশেল ওবামার দেওয়া বক্তৃতার অদ্ভুত মিল পাওয়া গিয়েছে। যার জেরে অভিযোগ উঠেছে, মেলানিয়া মিশেলের বক্তৃতার অংশ চুরি করেছেন। নিজের স্বামী ডোনাল্ড ট্রাম্পের হয়ে এটাই সে অর্থে প্রথম বড় প্রচার ছিল মেলানিয়ার। আর সেখানেই এই অভিযোগ ওঠায় চূড়ান্ত অস্বস্তিতে রিপাবলিকানরা। প্রকাশ্যে দলের তরফে সে ভাবে কোনও প্রতিক্রিয়া না মিললেও প্রশ্ন উঠেছে বক্তৃতা লিখে দেওয়ার জন্য নির্দিষ্ট লোক থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কী করে? স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বক্তৃতার একটি অংশে মেলানিয়া বলেছেন, ‘‘বাবা-মা আমায় দৈনন্দিন জীবনের মূল্যবোধ-নীতিবোধ বোঝার শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা আমাদের ছেলের মধ্যেও পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই শিক্ষা প্রজন্মের পর প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার...।’’ সমালোচকরা এই অংশেই মিশেলের বক্তৃতার সঙ্গে অনেকাংশে মিল খুঁজে পেয়েছেন