Kanwal Bawa

Kanwal Bawa: একটি স্তন নিয়েই র‌্যাম্পে, ক্যানসার আক্রান্ত দিল্লির কানওয়ালই জিতলেন ‘মিস ফ্লোরিডা’

এমন এক মহিলাকে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দেখে চমকে উঠেছিলেন বিচারকরাও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১০:৪৯
Share:
০১ ১৮

শরীরে কেমোথেরাপির ছাপ স্পষ্ট। চুল আগের চেয়ে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। মুখেও অনেক দাগ। এমনকি একটি স্তনও কেটে বাদ দিতে হয়েছে।

০২ ১৮

এই অবস্থাতেই র‌্যাম্পে হেঁটেছিলেন তিনি। এমন এক মহিলাকে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দেখে চমকে উঠেছিলেন বিচারকরাও।

Advertisement
০৩ ১৮

কিন্তু তাঁর আত্মবিশ্বাসের কাছে হার মেনেছে শরীরী ‘প্রতিবন্ধকতা’। প্রতিযোগিতার শেষে তাঁকেই সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন বিচারকরা।

০৪ ১৮

তিনি কানওয়াল বাওয়া। ২০২১-এর ‘মিস ফ্লোরিডা ইউএস কন্টিনেন্টাল’-এর খেতাব জিতে নিয়েছিলেন তিনি।

০৫ ১৮

কানওয়ালের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি মনেপ্রাণে পুরোদস্তুর ভারতীয়। তাঁর জন্ম দিল্লিতেই। এখানেই বড় হওয়া। ১৯৯৯ সালে তিনি দেশ ছেড়ে ফ্লোরিডায় চলে গিয়েছিলেন ঠিকই কিন্তু দিল্লিতে এখনও তাঁর পরিবার রয়েছে। দিল্লিতে তাই যাতায়াত লেগেই থাকে।

০৬ ১৮

কানওয়াল নিজে একজন চিকিৎসক। ফ্লোরিডার বাওয়া মেডিক্যাল-এর মালিকও।

০৭ ১৮

২০২০ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। স্তন ক্যানসার। তত দিনে ক্যানসারের জীবাণু অনেকটাই ছড়িয়ে পড়েছিল শরীরে।

০৮ ১৮

ওষুধে যে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়, চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁকে। নিজে চিকিৎসক হওয়ায় বুঝতেও পেরেছিলেন।

০৯ ১৮

একাধিক পরীক্ষার পর ২০২০-র নভেম্বর মাসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। মাসেকটমি (এ ক্ষেত্রে কোনও একটি বা দু’টি স্তনই কেটে বাদ দেওয়া হয়) করা হয় তাঁর।

১০ ১৮

ক্যানসার সংক্রমণ রুখতে অস্ত্রোপচারের ফলে বাদ যায় তাঁর একটি স্তন। যমজ সন্তানের একা মায়ের পক্ষে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত খুবই কঠিন ছিল।

১১ ১৮

অস্ত্রোপচারের পরের দিনগুলি ছিল আরও ভয়ঙ্কর। কেমোথেরাপি শুরু হল তাঁর। একটার পর একটা কড়া ইঞ্জেকশন শরীরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে শুরু করে।

১২ ১৮

শরীরে তার ছাপ পড়েছে একটু একটু করে। চুল অনেক পাতলা হয়ে গিয়েছে। হাত-পায়ের নখগুলিও যেন কেমন কালো হয়ে গিয়েছিল তাঁর।

১৩ ১৮

গায়ের চামড়া জেল্লা হারিয়ে ক্রমে রুক্ষ হয়ে উঠেছিল। শরীরে নানা ধরনের দাগও ফুটে উঠছিল। সেই দাগে ভরে গিয়েছিল মুখও।

১৪ ১৮

নিজের সঙ্গেই যুদ্ধ করছিলেন কানওয়াল। মানসিক যুদ্ধ। ক্যানসারের মতো রোগ তো মানসিক ভাবেই আগে মেরে ফেলে। তার থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন।

১৫ ১৮

ক্যানসারের কাছে হার মানেননি কানওয়াল। অস্ত্রোপচারের কয়েক মাসের মধ্যেই তিনি মিস ফ্লোরিডার প্রতিযোগিতার মঞ্চে হাঁটেন।

১৬ ১৮

শরীরের সমস্ত ‘প্রতিবন্ধকতা’ লুকিয়ে নয়, বরং সেগুলি যে অস্বাভাবিক কিছু নয় তা জানাতেই খোলামেলা পোশাকে র‌্যাম্পে হাঁটেন তিনি।

১৭ ১৮

শুধু নিজের জন্য নয়, কানওয়াল তাঁর মতো সমস্ত ক্যানসার আক্রান্তদের জন্যই র‌্যাম্পে হেঁটেছিলেন। তাঁদের সকলের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার চেষ্টাই করেছিলেন তিনি।

১৮ ১৮

এখানেই থেমে থাকতে চান না কানওয়াল। এ বার তাঁর লক্ষ্য মিস আমেরিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement