Salman bin Abdulaziz bin Salman Al Saud

রাজকুমারের মুক্তির জন্য

২০১৮ সালের জানুয়ারি। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশে রাজপরিবারের সদস্যদের মধ্যেই ব্যাপক ধরপাকড় শুরু হয়।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০২ জুন ২০২০ ০৩:৩৩
Share:

ছবি সংগৃহীত

দু’বছরেরও বেশি বিনা অভিযোগে বন্দি করে রাখা হয়েছে তাঁকে। সৌদি রাজপরিবারের সেই সদস্য, রাজকুমার সলমন বিন আবদুলাজ়িজ় বিন সলমন আল সৌদের মুক্তির দাবিতে এ বার সরব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। মানবদরদি বলে পরিচিত এই রাজকুমারের মুক্তি নিয়ে সৌদি সরকারের উপরে চাপ বাড়াচ্ছেন মার্কিন লবিস্টরাও।

Advertisement

২০১৮ সালের জানুয়ারি। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশে রাজপরিবারের সদস্যদের মধ্যেই ব্যাপক ধরপাকড় শুরু হয়। যাঁদের মধ্যে অন্যতম হলেন রাজকুমার সলমন। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল তাঁর বাবা রাজকুমার আবদুলাজ়িজ় বিন সলমন বিন মহম্মদ আল সৌদকেও। কিছু মাস পরে গ্রেফতার করা হয় রাজকুমারের আর এক ভাইকেও।

গ্রেফতারির পরে এক বছর রাজকুমার সলমন ও তাঁর বাবাকে রাখা হয় রিয়াধের কাছে কারাগার আল-হাইরে। পরে তাঁদের একটি ভিলায় নিয়ে যাওয়া হয়। কিন্তু গত বছর মার্চে রাজকুমারকে একটি গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গত সপ্তাহে ফের ওই ভিলায় ফিরিয়ে আনা হয়েছে তাঁকে। পরিবারের লোকের সঙ্গে তাঁর ফোনে কথোপকথনের দিকে নজর রাখছেন সৌদি গোয়েন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement