নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। — ফাইল চিত্র।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। এর আগে কোনও মহিলা পাকিস্তানের কোনও প্রদেশের প্রধান নির্বাচিত হননি। মারিয়মই প্রথম। তিনি জানিয়েছেন, সারা দেশের মহিলাদের কাছে এটা সম্মানের বিষয়।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর সদস্যেরা মুখ্যমন্ত্রী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর পরেই অনায়াসে নির্বাচনে জয়ী হন ৫০ বছরের মরিয়ম। তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সহ-সভাপতিও। অতীতে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মরিয়মের বাবা নওয়াজও। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই পদে বসতে পেরে তিনি খুশি। তাঁর কথায়, ‘‘বাবা আমাকে শিখিয়েছেন, কী ভাবে দফতর চালাতে হয়।’’ তিনি এও বলেন, ‘‘আজ প্রদেশের সকল মহিলা এক জন মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়ে গর্বিত।’’
মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মরিয়ম জানিয়েছেন, অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। জেলেও যেতে হয়েছে। যদিও সে সব কারণে তিনি আরও শক্ত হয়েছেন। এ জন্য বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন মারিয়ম। একটা অংশ মনে করছে, নওয়াজ-কন্যা আসলে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়া এবং পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি সাকিব নিসারকে নিশানা করেছেন। তবে তিনি স্পষ্ট বলেন, ‘‘আমি বদলা নেব না।’’
১২ কোটি মানুষের বাস পঞ্জাব প্রদেশে। ২২০ ভোট পেয়ে সেই প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম। পিটিআই সমর্থিত এসআইসি প্রার্থী রানা আফতাবকে হারিয়েছেন তিনি। রানা একটিও ভোট পাননি। কারণ, তাঁর দল ভোট বয়কট করে বেরিয়ে যায়। জিয়ো নিউজ জানিয়েছে, পঞ্জাব প্রদেশের কক্ষে রয়েছে ৩২৭টি আসন। মুখ্যমন্ত্রী হতে গেলে ১৮৭ সদস্যের সমর্থন প্রয়োজন।