মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -ফাইল ছবি।
প্রবেশিকা পরীক্ষা ‘স্যাট’-এ ভাল ভাবে উতরে গিয়ে আমেরিকার নামজাদা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাওয়ার জন্য এক জন প্রভাবশালীকে ঘুষ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি হাইস্কুলের ছাত্র।
এমনটাই অভিযোগ করেছেন ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প। তাঁর সদ্য প্রকাশিত বই ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’। মার্কিন দৈনিক ‘নিউ ইয়র্ক টাইমস’ এই খবর দিয়েছে।
বইয়ের ম্যানুস্ক্রিপ্টের একটি অংশ তুলে ধরেছে মার্কিন দৈনিকটি। সেখানে ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প লিখেছেন, ‘‘এক প্রভাবশালীকে ঘুষ দিয়েই ডোনাল্ড পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন বিজনেস স্কুলে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল।’’
মার্কিন দৈনিকটি জানিয়েছে, একটি নামজাদা মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ট্রাম্পের এই ভাইঝির ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি রয়েছে।
আরও পড়ুন- দেশে মোট আক্রান্ত সাত লক্ষ ৪২ হাজার, সুস্থ ৬১ শতাংশ
আরও পড়ুন- বর্ধিত কন্টেনমেন্ট জ়োনে নতুন করে ঘরে বন্দি, কাল বিকেল ৫টা থেকে
এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের সিনিয়র অ্যাডভাইসর কেলিয়ান কনওয়ে মঙ্গলবার বিষয়টিকে ‘পারিবারিক ব্যাপার’ বলে উড়িয়ে দেন। কনওয়ে বলেন, ‘‘এটা তো একটা পারিবারিক ব্যাপার। আমি মনে করি, পারিবারিক বিষয়ের মধ্যে নাক না গলানোই উচিত। ওঁর (মেরি) কোনও রোগী নন উনি (ট্রাম্প)। ওঁর (মেরি) কাকা উনি (ট্রাম্প)।’’
তবে বইয়ের বক্তব্যকে সরাসরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলেই ম্যাকেনানি। তিনি বলেন, ‘‘এই বইটা একেবারেই মিথ্যায় ভরা।’’
ও দিকে, স্যাট পরীক্ষার নিয়ন্ত্রক সংস্থা কলেজ বোর্ড অবশ্য এ ব্যাপারে সংবাদিকদের প্রশ্নের জবাবে নিরুত্তর রয়েছে।