প্রতীকী ছবি।
ইরমার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। এরই মধ্যে অতলান্তিক জুড়ে নতুন করে উঠছে ঝড়। একটা নয়, তিন-তিনটে— মারিয়া, লি এবং হোসে।
শনিবারই পশ্চিম অতলান্তিকে জন্ম নেয় মারিয়া। আশঙ্কা, সোমবারেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সে। বুধবার আরও ভয়াবহ হবে সে, জানাচ্ছে ‘ন্যাশনাল হারিকেন সেন্টার’। ক্যারিবীয় সাগরের লেসার অ্যান্টাইলস দ্বীপপুঞ্জ থেকে ৪৬০ মাইল দূরে রয়েছে মারিয়া। দ্রুত গতিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে। তিন দিনের মধ্যে লিউয়ার্ড দ্বীপে আঘাত হানবে। তার পর সে এগোবে পুয়ের্তো রিকোর দিকে। সেখান থেকে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে। এই তথ্য থেকেই দানা বাঁধছে আতঙ্ক— ইরমার আঘাতে তছনছ হয়ে যাওয়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এ বার মারিয়ার মুখোমুখি।
হারিকেন হোসে এখনও ক্যাটেগরি-১। নর্থ ক্যারোলাইনা থেকে ৪২০ মাইল দক্ষিণপূর্বে রয়েছে। আমেরিকার পূর্ব উপকূলে নজর রয়েছে। শনিবারই পূর্ব অতলান্তিকে ঘনাতে শুরু করেছে আর একটি ঝড় ‘লি’। সুখবর এটাই, ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে সে।