জার্মানির বিনোদন পার্ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।
জার্মানির একটি বিনোদ পার্কে দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েক জন পর্যটক। ফ্রান্স এবং সুইৎজ়ারল্যান্ডের সীমান্তলাগোয়া ছোট শহর রাস্টে রয়েছে জার্মানির সবচেয়ে বড় থিম পার্ক।
একটি উঁচু কাঠামো থেকে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছিলেন বেশ কয়েক জন পর্যটক। আচমকাই সেটি ভেঙে পড়ে সুইমিং পুলে। লোহা এবং ইস্পাতের কাঠামো ভেঙে পড়ায় আহত হয়েছেন সাত জন পর্যটক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্কের যে কাঠামোটি ভেঙে পড়েছে, সেখানে ‘হাই-ডাইভিং’ শো হয়। যে শোয়ের নাম ‘রিটার্ন অফ দ্য পাইরেটস’। ২৫ মিটার উচ্চতার সেই কাঠামোটি আচমকাই আলগা হয়ে খুলে আসে। তার পর সেটি পুলের মধ্যে আছড়ে পড়ে। তখন পুলে বেশ কিছু পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন আহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ হুমড়মুড়িয়ে খুলে পড়ে লোহার কাঠামোটি। তবে বরাতজোরে অনেকে বেঁচে গিয়েছেন।
পার্কের এক আধিকারিক জানিয়েছেন, ওই ‘হাই-ডাইভিং’ শো তিন সপ্তাহ হওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার জেরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। আপাতত শো বন্ধ রাখা হচ্ছে। জার্মানির এই পার্কটির নাম ইউরোপা। জার্মানি তো বটেই, এ ছাড়াও ফ্রান্স এবং সুইৎজ়ারল্যান্ড থেকেও প্রতি বছর ৬০ লক্ষ পর্যটক এই পার্কে আসেন।